বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ভাগ্যিস বলেননি বুদ্ধবাবু ধরনায় বসে টাটাদের তাড়িয়েছিলেন, মমতাকে কটাক্ষ সুজনের

ভাগ্যিস বলেননি বুদ্ধবাবু ধরনায় বসে টাটাদের তাড়িয়েছিলেন, মমতাকে কটাক্ষ সুজনের

সুজন চক্রবর্তী। ফাইল ছবি

তাঁর দাবি, ‘ওটা পশ্চিমবঙ্গের যুবকদের ভবিষ্যতের প্রকল্প ছিল। বাংলার সর্বনাশ করেছেন উনি’।

ভাগ্যিস বলেননি, বুদ্ধবাবু ধরনায় বসে টাটাদের তাড়িয়েছেন। রাজ্য থেকে টাটার বিতাড়ন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে এই ভাষাতেই কটাক্ষ করলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।

এদিন তিনি বলেন, ‘মিথ্যায় ডি লিট একজন ব্যক্তি ঘটনাক্রমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ভাগ্যিস উনি বলেননি, টাটাকে সিঙুর থেকে তাড়ানোর জন্য বুদ্ধদেব ভট্টাচার্য ধরনায় বসেছিলেন। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বন্ধ করে দিয়েছিলেন। বুদ্ধবাবু ও বামফ্রন্ট মিলে ভাঙচুর করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেননি। শুধু টাটা বলেছিলেন যে আমার মাথায় বন্দুক ঠেকালে কী করব? সেটা যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বলেছিলেন সেটা ওনার জানা নেই। এত মিথ্যে কথা বলাটা একজন মহিলার পক্ষে সমীচিন নয়’।

তাঁর দাবি, ‘ওটা পশ্চিমবঙ্গের যুবকদের ভবিষ্যতের প্রকল্প ছিল। বাংলার সর্বনাশ করেছেন উনি’।

বুধবার শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, টাটাকে আমরা তাড়াইনি। টাটাকে তাড়িয়েছে সিপিএম। ওরা জোর করে জমি নিয়েছিল। আমরা সেই জমি ফেরত দিয়েছি। আর কি জমি ছিল না। জোর করে জমি নিতে হল কেন?

 

বন্ধ করুন