বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Sukanta Majumder on Anubrata: নাম বলে দিতে পারেন, তাই চার্জশিট পেশের পরেও অনুব্রতকে সরাতে ভয় পাচ্ছেন মমতা: সুকান্ত

Sukanta Majumder on Anubrata: নাম বলে দিতে পারেন, তাই চার্জশিট পেশের পরেও অনুব্রতকে সরাতে ভয় পাচ্ছেন মমতা: সুকান্ত

সুকান্ত মজুমদার

তৃণমূল কংগ্রেস অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতির পদ থেকে সরায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয় পাচ্ছেন, যে অনুব্রতকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দিলে সে ৭৫ শতাংশ কোথায় গেছে সেটা বলে দেবে?

৭৫ শতাংশ কোথায় গেছে সেটা বলে দিতে পারেন অনুব্রত মণ্ডল। সেই ভয়ে তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশের পরেও অনুব্রত মণ্ডলকে দলীয় পদ থেকে সরাতে ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলে দলের রাজ্য সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে এমনই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর প্রশ্ন, হিমশৈলের জলের নীচের অংশ কার কাছে আছে?

এদিন সুকান্তবাবু বলেন, ‘প্রশাসনের পুরো চেষ্টা ছিল অনুব্রতকে যেন পশ্চিমবঙ্গে রাখা হয়। তৃণমূল কংগ্রেসের তরফে এব্যাপারে প্রশাসনকে সম্পূর্ণ সহযোগিতা করা হয়েছে। কিন্তু চার্জশিট দিয়ে দেওয়ার পরে তাঁর নামে এত অপরাধ প্রকাশ্যে আসার পরেও তিনি এখনও বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি। তৃণমূল কংগ্রেস অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতির পদ থেকে সরায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয় পাচ্ছেন, যে অনুব্রতকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দিলে সে ৭৫ শতাংশ কোথায় গেছে সেটা বলে দেবে?’

তিনি আরও বলেন, ‘অনুব্রত মণ্ডলের মাথায় অন্য কারও হাতও আছে। আপনারা ১২ কোটি, ১৪ কোটি যেটাই দেখতে পাচ্ছেন সেটা তো ২৫ শতাংশ। ৭৫ শতাংশ গেল কোথায়? হিমশৈলের জলের নীচের অংশটা কার কাছে আছে?’

 

বন্ধ করুন