বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > মুন্ডু চাই না, DA চাই, মমতাকে একযোগে জবাব বিরোধীদের

মুন্ডু চাই না, DA চাই, মমতাকে একযোগে জবাব বিরোধীদের

শুভেন্দু অধিকারী। 

শুভেন্দু বলেন, ‘ওনাকে ডিএ দিতে হবে। কেন্দ্রীয় হারে দিতে হবে। এবং এরিয়ার সহ দিতে হবে। কী করে ঘোলা জল ওনাকে খাওয়াতে হয় ভালো করে জানি। ওনাকে কী করে লাইনে আনতে হয় সেটা জানি আমি’।

মুন্ডু কেটে নিলেও এর থেকে বেশি DA দিতে পারব না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের একযোগে প্রতিবাদ করলে বিরোধীরা। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের নিন্দা করে বাম – বিজেপি ও ISF. সঙ্গে তাদের পালটা চ্যালেঞ্জ, DA আদায় করে ছাড়বই।

এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘প্যাঁচে পড়েছে, DA ওনাকে দিতে হবে। কেন্দ্রীয় হারে দিতে হবে। এই যে পুলিশ কর্মীদের দেখছেন, এরা ২০ হাজার টাকা করে বেতন কম পায়। ওনার কী? ওনার ভাইপো তো আমেরিকায় যায় চিকিৎসা করাতে। সাধারণ লোকদের মারছেন উনি’।

তাঁর দাবি, ‘ওনাকে ডিএ দিতে হবে। কেন্দ্রীয় হারে দিতে হবে। এবং এরিয়ার সহ দিতে হবে। কী করে ঘোলা জল ওনাকে খাওয়াতে হয় ভালো করে জানি। ওনাকে কী করে লাইনে আনতে হয় সেটা জানি আমি’।

ISF বিধায়ক নওসাদ সিদ্দিকি বলেন, ‘সরকারি কর্মচারীরা তো ওনার মুন্ডু চায়নি। আর এনাদের হাতে তলোয়ারও নেই, পেন আছে। পেনের খোঁচা দিয়েছে সুপ্রিম কোর্টে। উনি ডিএ দিতে না পারলে মুন্ডু কাটাতে হবে না ওনাকে ছেড়ে দিতে বলুন না। অন্যজন সুযোগ পাক’।

তিনি মনে করান, ‘অন্য সব রাজ্য DA দিচ্ছে। ক্ষমতায় আসার আগে উনি বলেছিলেন সমহারে DA দেব। না পারলে ছেড়ে দিতে বলুন। কেন ওনার মুন্ডু কাটাতে হবে। আমাদের মাস্টারমশাই, সরকারি কর্মচারীরা ওনার মুন্ডু চায় না। শুধু ওনার কাছ থেকে DA চায়’।

সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘মুখ্যমন্ত্রীর মুখে নর্দমার মতো নোংরা জলের স্রোত, এটা চলতে পারে না। মুন্ডু কেটে নিন, এই মন্তব্য মুখ্যমন্ত্রীসুলভ নয়। অন্য রাজ্যের সরকার DA দিতে পারলে পশ্চিমবঙ্গ সরকার যদি না পারে তাহলে বলতে হবে এখানকার সরকার ব্যর্থ। মুখ্যমন্ত্রী, মন্ত্রীদের বেতন বেড়েছে। বিধায়কদের বেতন বেড়েছে। আমলারা কেন্দ্রীয় হারে DA পাবেন। অবসরের পর সরকারি পদে বসে লাখ লাখ টাকা মাইনে পাবেন। তাদের সময় টাকার তো কোনও অভাব নেই’।

 

বন্ধ করুন