বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > 'আল্লাহর দিব্যি, আপনারা BJP-র সঙ্গ দিলে…', মমতার কথায় রুষ্ট BJP মুখপাত্র, প্রশ্ন তুললেন কাফের শব্দের ব্যবহার নিয়েও

'আল্লাহর দিব্যি, আপনারা BJP-র সঙ্গ দিলে…', মমতার কথায় রুষ্ট BJP মুখপাত্র, প্রশ্ন তুললেন কাফের শব্দের ব্যবহার নিয়েও

সংহতি মিছিলের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সাম্প্রদায়িক রাজনীতি করছে, তোপ মালবিয়ার। (ছবি সৌজন্যে, ফেসবুক Mamata Banerjee এবং এএনআই)

সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এক বাত ইয়াদ রাখনা, বিজেপি কো মদত মত করো। আগর তুম লোগ কোহি বিজেপি কি মদত করোগে তো আল্লাহ কা কসম, আপ লোগো কো কোহি মাফ নেহি করেগা। হাম তো মাফ নেহি করেঙ্গে।' তা নিয়ে তোপ দাগলেন অমিত মালবিয়া।

সংহতির মিছিল থেকে সাম্প্রদায়িক ভাষণ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই দাবি করলেন বিজেপির তথ্যপ্রযুক্তি সেলের (আইটি) প্রধান অমিত মালবিয়া। দুটি ভিডিয়ো টুইট করে বিজেপি নেতা অভিযোগ করেন, রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিনে মমতা কলকাতায় যে সংহতি মিছিল করেন, তা হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে। শুধু তাই নয়, মালবিয়া দাবি করেন যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের হাত থেকে সংখ্যালঘুদের ভোটব্যাঙ্ক বেরিয়ে যাচ্ছে বলে নগ্ন সাম্প্রদায়িকতার আশ্রয় নিচ্ছেন মমতা। আল্লাহর নাম করে মমতা বিজেপির সমর্থকদের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ তুলেছেন বিজেপির তথ্যপ্রযুক্তি সেলের প্রধান।

বিজেপির মুখপাত্র বলেন, ‘হিন্দুধর্মের ভাবাবেগের চরম অপমান করে ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরে (রামলালার) প্রাণপ্রতিষ্ঠার দিনে সর্বধর্ম সমন্বয় মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তাঁর নগ্ন সাম্প্রদায়িকতার ছবিটা উঠে এসেছে। যাঁরা বিজেপিকে সমর্থন করেন, তাঁদের কাফির বলেছেন এবং আল্লাহর নামে হুমকি দিয়েছেন। তিনি যা বলেছেন, তাতে সদ্ভাবের লেশমাত্র ছিল না। এটা স্রেফ নোংরা সাম্প্রদায়িকতা ছিল।’

সেখানেই থামেননি বিজেপি নেতা। তিনি বলেন, 'পশ্চিমবঙ্গের শান্তি এবং উন্নয়নের ক্ষেত্রে সবথেকে বিপদ হলেন তোষামদের রাজনীতিতে মত্ত থাকা মমতা বন্দ্যোপাধ্যায়। উনি বুঝতে পেরেছেন যে তাঁর উপর থেকে মোহ কেটে গিয়েছে মুসলিমদের। সাম্প্রতিক কয়েকটি ভোটে হার থেকে সেই প্রমাণ মিলেছে। সেজন্য উনি আতঙ্কিত হয়ে পড়েছেন এবং পরিবেশটা বিষিয়ে দিচ্ছেন। তাঁর ক্ষেত্রে পরিস্থিতি খারাপ হয়ে উঠেছে কারণ অধিকাংশ মানুষ এই বেকার রাজনৈতিক মিছিল থেকে মুখ ফিরিয়ে নিয়ে রাম শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। মন্দিরে গিয়েছেন এবং প্রার্থনা করেছেন।' সেইসঙ্গে মালবিয়া বলেছেন, ‘বাংলাকে যদি বাঁচাতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে মুক্তি পেতে হবে।’

আরও পড়ুন: Communal harmony in Ayodhya: অযোধ্যায় মুসলিম পরিবারে জন্ম শিশুর, নাম হল রাম রহিম

সংহতি মিছিলের শেষে পার্ক সার্কাসের সভা থেকে মমতা ঠিক বলেছিলেন, সেটা নিজেই লিখে দিয়েছেন মালবিয়া। তিনি লেখেন, ‘(প্রথম ভিডিয়োয় মমতা বলছেন যে) এক বাত ইয়াদ রাখনা, বিজেপি কো মদত মত করো। আগর তুম লোগ কোহি বিজেপি কি মদত করোগে তো আল্লাহ কা কসম, আপ লোগো কো কোহি মাফ নেহি করেগা। হাম তো মাফ নেহি করেঙ্গে (একটা কথা মনে রাখবেন, বিজেপিকে সাহায্য করবেন না। আপনাদের কেউ যদি বিজেপিকে সাহায্য করেন, তাহলে আল্লাহর দিব্যি যে আপনাদের কেউ ক্ষমা করবে না। আমি তো ক্ষমা করবই না।’

সেইসঙ্গে মমতার ‘কাফের’ শব্দ প্রয়োগ নিয়েও তোপ দেগেছেন মালবিয়া। পার্ক সার্কাসের সভা থেকেই হিন্দিতে মমতা বলেন, ‘আমি হৃদয়ের কথা বলছি। এই লড়াইটা সবে শুরু হয়েছে। এই লড়াইটা চলতে থাকবে। আমরা লড়াই করে যাব। আমরা লড়াই করব। আমরা ভয় পাব না। যাঁরা কাফির, যাঁরা কাপুরুষ, তাঁরা ভয় পান, তাঁরা মরে যান। যাঁরা লড়াই করেন, তাঁরা জীবিত থাকেন। তাঁরা বেঁচে থাকেন। তাঁরা কাজ করেন।’

আরও পড়ুন: Mamata Banerjee Rally Highlights: INDIA জোটের বৈঠক নিয়ন্ত্রণ করে CPIM, আমায় খুব অসম্মান করে, বিস্ফোরক মমতা

বাংলার মুখ খবর

Latest News

'মুখ-ঠোঁটে কী ক্রিম মাখিস?' ছাত্রীকে 'প্রশ্ন' বাংলার মেডিক্যাল কলেজের 'পরীক্ষায়' '১৪ তারিখের প্রতিবাদ ছিল স্বতঃস্ফূর্ত...', আরজি কর আন্দোলন নিয়ে বিস্ফোরক দেবাংশু ভুল করে ডোপিং করা সিনার গড়লেন ইতিহাস…প্রথম ইতালিয়ান হিসেবে US ওপেনে শিরোপা জয়! সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল ইমার্জেন্সি, দেওয়া হল UA সার্টিফিকেট, কবে মুক্তি? ধনু-মকর-কুম্ভ-মীনের সোমবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল বিশাল কাইথের দস্তানাতেই ভরসা মোহনবাগানের, ২০২৯ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিল ক্লাব ইগর স্টিম্যাচকে ছাঁটাই করে সমস্যায় AIFF, দিতে হবে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ 'শেখ হাসিনা দেশের বাইরে, তাঁকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.