বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > সাগরদিঘিতে টাকার খেলা হয়েছে, অধীর RSS-এর সঙ্গে আঁতাত করেছে: মমতা

সাগরদিঘিতে টাকার খেলা হয়েছে, অধীর RSS-এর সঙ্গে আঁতাত করেছে: মমতা

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (PTI)

রবিবার দুপুরে কালীঘাটের বাড়ি থেকে ফোনে মুর্শিদাবাদের তৃণমূল নেতৃত্বের উদ্দেশে বক্তব্য রাখেন মমতা। ১৯ মিনিটের বক্তৃতার অধিকাংশ জুড়ে ছিল সাগরদিঘি হারের কাটা ছেঁড়া। মমতা বলেন, ‘তৃণমূলের বিরুদ্ধে সংখ্যালঘুদের ভুল বোঝানো হয়েছে। সাগরদিঘিতে টাকার খেলা হয়েছে।’

সাগরদিঘি উপনির্বাচনে হারের ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি তৃণমূল। মুসলিম ভোটব্যাঙ্ক হাতছাড়া হওয়ার আশঙ্কায় মুর্শিদাবাদ থেকে জেলাভিত্তিক বৈঠক শুরু করেছেন জেলাভিত্তিক সভা। আর সেই সভায় স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সাগরদিঘিতে হারের পিছনে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করলেন তৃণমূলনেত্রী। তাঁর দাবি, সাগরদিঘিতে টাকার খেলা হয়েছে। এমনকী প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী RSS-এর সঙ্গে হাত মিলিয়েছেন বলেও দাবি করেন তিনি।

রবিবার দুপুরে কালীঘাটের বাড়ি থেকে ফোনে মুর্শিদাবাদের তৃণমূল নেতৃত্বের উদ্দেশে বক্তব্য রাখেন মমতা। ১৯ মিনিটের বক্তৃতার অধিকাংশ জুড়ে ছিল সাগরদিঘি হারের কাটা ছেঁড়া। মমতা বলেন, ‘তৃণমূলের বিরুদ্ধে সংখ্যালঘুদের ভুল বোঝানো হয়েছে। সাগরদিঘিতে টাকার খেলা হয়েছে।’ এর পর মমতাকে বলতে শোনা যায়, ‘অধীর চৌধুরী RSS-এর সঙ্গে হাত মিলিয়েছে।’

দলের নেতাদের মমতা নির্দেশ দেন, ‘দল যে কর্মসূচি পাঠাবে তা কার্যকর করতে হবে। জেলা থেকে মানুষ নানা অভাব অভিযোগের কথা দলকে জানাচ্ছে। তাহলে জনপ্রতিনিধিরা কী করছে? মানছি সাগরদিঘিতে আমরা হেরেছি। সেখানে একটা অনৈতিক জোট হয়েছিল। সেখানে সংখ্যালঘুদের ভুল বোঝানো হয়েছে। ভোটের ফলে সব কিছু ঠিক হয় না। পঞ্চয়েতে ভোটের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে।’

মুসলিমদের আস্থা তৃণমূলে ফেরাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা CAA কার্যকর হতে দিইনি। CAA বিরোধী আন্দোলনে প্রথম আমরাই নেমেছিলাম। সেজন্য অসম সরকার আমার বিরুদ্ধে FIR করেছে। আমরা অভিন্ন দেওয়ানি বিধিও করতে দেব না। মুসলিমরা আমাদের হাতে সম্পূর্ণ সুরক্ষিত।

বলে রাখি, চলতি মাসের শুরুতে সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশ হলে দেখা যায় সেখানে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরেন বিশ্বাসের কাছে ২৩ হাজার ভোটে হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় তথা তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়।

 

বন্ধ করুন