নৈহাটিতে জিতেছে তৃণমূল। এবারের উপনির্বাচনে নৈহাটিতে তৃণমূলের কাছে দাঁড়াতে পারেনি বিজেপি ও বামদলগুলি। এরপরই মঙ্গলবার বড়মার কাছে পুজো দিতে গিয়েছিলেন বাংলার মুখ্য়মন্ত্রী। অত্যন্ত ভক্তিভরে তিনি শাড়ি তুলে দেন। সঙ্গে করে তিনি মিষ্টি নিয়ে গিয়েছিলেন। সেই মিষ্টি তিনি মন্দির কর্তৃপক্ষের কাছে তুলে দেন।
মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করেছেন। সেই ছবি ফের পোস্ট করেছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। সেই সঙ্গে তিনি ক্যাপশানে লিখেছেন, ‘জগতের মায়ের কাছে বাংলার মা।’
কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বাংলার মা বলে সম্বোধন করলেন। সেই সঙ্গেই বড়মাকে তিনি জগতের মা বলে উল্লেখ করেন। বড়মার কাছে পুজো দিয়ে মমতা বলেন, আমি যেখানেই পুজো দিতে যাই আমায় জিজ্ঞাসা করে, আপনার গোত্র কী! কী নামে পুজো দেবেন? আমি বলে আমার গোত্র একটাই মা মাটি মানুষ। মা মাটি মানুষের নামে পুজোটা দিয়ে গেলাম। বলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
বড়মার পুজো যাঁরা দিতে আসেন তাঁদের সুবিধার জন্য কী ধরনের ব্যবস্থা করা হবে সেব্যাপারে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গেই নৈহাটির জন্য নানা উন্নয়ন পরিকল্পনার কথাও ঘোষণা করেন তিনি।