বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Mamata Banerjee: ১বৈশাখের আগেই উদ্বোধন চান, ধনধান্যে অডিটোরিয়ামের নকশাকার কে জানালেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee: ১বৈশাখের আগেই উদ্বোধন চান, ধনধান্যে অডিটোরিয়ামের নকশাকার কে জানালেন মুখ্যমন্ত্রী

মাল্টিলেভেল কার পার্কিং-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী (PTI)

সোমবার আলিপুরে একটি মাল্টিলেভেল পার্কিং জোনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি নির্মীয়মান ধনধান্যে স্টেডিয়ামের কী অবস্থা তা জানতে চান।

পয়লা বৈশাখের আগেই সম্ভবত উদ্বোধন হচ্ছে আলিপুরে নির্মীয়মান ধন্যধান্যে অডিটোরিয়ামের। সোমবার মাল্টিলেভেল কার পার্কিং জোনের উদ্বোধন করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অডিটোরিয়ামের নকশা কে করেছিলেন তাও জানালেন মমতা।

ওই অডিটোরিয়ামের নামকরণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে তিনি বলেন,'রাজারহাট-নিউটাউনের পর এবার আলিপুরকেও গ্রিন সিটি হিসাবে গড়ে তোলা হবে। প্রথমে তৈরি হয়েছিল নবান্ন তারপর সৌজন্যস উত্তীর্ণ আর এবার সম্পন্ন (আলিপুরে মাল্টিলেভেল কার পার্কিং জোনের ওই নামই করেছেন তিনি)।' মুখ্যমন্ত্রী আরও বলেন,'এই আলিপুরেই তৈরি হচ্ছে ধনধান্যে অডিটোরিয়াম। যার নকশা আমিই তৈরি করে দিয়েছি। শঙ্খ আকৃতির এই অডিটোরিয়ামের নির্মাণ কাজ প্রায় শেষে দিকে।'

<p>নির্মীয়মান ধন্যধান্য অডিটোরিয়াম</p>

নির্মীয়মান ধন্যধান্য অডিটোরিয়াম

(টুইটার)

এই অডিটোরিয়ামের নির্মাণের দায়িত্বে রয়েছে পিডব্লুউডি। মুখ্যমন্ত্রী কথায়,'ওরা খুব সুন্দরভাবে এই স্টেডিয়াম করছে। ওদের পুরস্কার দেওয়া উচিত। তবে আমি যে নকশা দিয়েছিলাম, তার থেকে দু-তিনবার বদল করতে হয়েছে। আমার আঁকা ডিজাইন দু'তিনবার ভুল করেছে।'

অডিটোরিয়ামের দুটি গেট তৈরির কাজ এখনও বাকি রয়েছে। এই অডিটোরিয়ামের দায়িত্বে থাকা হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেনের কাছে মুখ্যমন্ত্রী জানতে চান কবে বাকি গেটগুলি তৈরি হবে? উত্তরে দেবাশিস সেন জানান, তিনমাসের মধ্যে স্টেডিয়াম নির্মাণের কাজ শেষ হয়ে যাবে। শুনে মুখ্যমন্ত্রী বলেন,'পয়লা বৈশাখের আগেই ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধন করা হবে। এর পর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মেলনের আয়োজন করা হবে।'

বন্ধ করুন