বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বিরোধী ভোট এক জায়গায় আসা আটকাতে সোচ্চার মমতা, তিন দলকে চ্যালেঞ্জ নেত্রীর

বিরোধী ভোট এক জায়গায় আসা আটকাতে সোচ্চার মমতা, তিন দলকে চ্যালেঞ্জ নেত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি যে ভোট পেয়েছিল তার বেশিরভাগটাই এসেছিল সিপিএমের ভোটব্যাঙ্ক থেকে।

বিজেপি, সিপিএম ও কংগ্রেসকে একসারিতে বসিয়ে আক্রমণ শানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন প্রশ্ন উঠছে কেন?‌ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন।রাজনৈতিক মহলের একাংশের মতে, সেখানে দু’‌রকম পরিস্থিতি তৈরি হয়েছে। এক, মমতা বন্দ্যোপাধ্যায় ফের ক্ষমতায় এসে হ্যাটট্রিক করতে পারেন। দুই, রাজ্যে পালাবদল ঘটে বিজেপি ক্ষমতায় আসতে পারে। এখন কোনটা ঘটবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে একটা অলিখিত বিরোধী জোট দেখা যাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। আর তাই এই 'কৌশল'-এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তিনি।

একটু পিছনের দিকে হাঁটলেই দেখা যাবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি যে ভোট পেয়েছিল তার বেশিরভাগটাই এসেছিল সিপিএমের ভোটব্যাঙ্ক থেকে। তাই দুই থেকে ১৮ আসনে পৌঁছেছিল বিজেপি। আর এটা করতে গিয়ে রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়ে সিপিএম–সহ গোটা বামফ্রন্ট। এবার বিধানসভা নির্বাচনে যাতে এই ভোট–ট্রান্সফার থেকে সতর্ক হওয়া যায়, তাই প্রথম থেকেই আগ্রাসী মনোভাব নিচ্ছেন মমতা। যার জন্য তিনি বলেন, ‘সিপিএম নামে একটি রাজনৈতিক দল, যারা কঙ্কাল কাণ্ডের সবচেয়ে বড় নায়ক। সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই, কেশপুর করেছে। আজ তারা বিজেপি’‌র সবচেয়ে বড় রক্ষক। সিপিএম হল বিজেপি’‌র রক্ষক, বিজেপি ভক্ষক। আর কংগ্রেসের কথা কী বলব, ওরা সাপের গালেও চুমু খায় আবার ব্যাঙের গালে চুমু খায়। ওরা হল তক্ষক!’

মমতার এই মন্তব্যের পর অবশ্য সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী বলেন, ‘‌একেই বলে চোরের মায়ের বড় গলা। বাংলায় বিজেপিকে হাত ধরে এনে, যিনি এনেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি’‌র সঙ্গে বারবার ঘর করেছেন। এখনও নানা কেলেঙ্কারি ধামাচাপা দিতে গোপন বোঝাপড়া চালাচ্ছেন। মানুষকে বোকা বানানোর জন্য নকল যুদ্ধ করছেন। আর সিপিএম খারাপ আর বাকি বামেরা ভাল এই স্লোগান তুলে ২০১১ সালে ক্ষমতায় এসেছিলেন। কিষেণজি’র মতো ওকে যাঁরা মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছিলেন তাঁদের কী পরিণতি হয়েছে তা সকলের জানা। এখন মাওবাদী ছত্রধর মাহাতোরা ওঁর দলের সম্পদ হয়েছেন।’‌

সিপিএমের এই বক্তব্য বিজেপি‌রও। আর এই রাজ্যে কংগ্রেসের সঙ্গে বামেরা জোট করে লড়ছে। তাই বাংলার মুখ্যমন্ত্রীর কঙ্কা–বঙ্কা–শঙ্কার আশঙ্কা অমূলক নয় বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এই আশঙ্কা থেকেই বিরোধী জোটের ভোট যাতে এক জায়গায় না আসে অর্থাৎ তা আটকাতেও সওয়াল করতে দেখা গিয়েছে তাঁকে। তৃণমূলনেত্রী বলেন, ‘সিপিএমের হার্মাদরা আজ বিজেপি’র তল্পিবাহক। তাদের দিয়ে বিজেপি সারা রাজ্যে অশান্তি করার ছক করেছে। বিজেপি এই দুই দলের সাহায্যে বহিরাগতদের দিয়ে টাকা বিলি করছে। ব্লকে ব্লকে বহিরাগতদের উপর কড়া নজর রাখতে হবে। তৃণমূল এখন বটবৃক্ষ। এখানে খাবলাবার জায়গা নেই। বিজেপি— তোমার অনেক টাকা, অনেক গুন্ডা কিন্তু তৃণমূলকে তুমি কিনতে পারবে না, চ্যালেঞ্জ রইল।’‌

বাংলার মুখ খবর

Latest News

'ধর্মের নামে ভোট…',নির্বাচনী লড়াই থেকে মোদীকে নিষিদ্ধ করার দাবিতে আবেদন আদালতে বিজ্ঞাপন নীতিতে বদল আনছে কলকাতা পুরসভা, শহরের দুটি রাস্তা হবে ‘অ্যাড ফ্রি জোন’ যান্ত্রিক গোলযোগে আটকে গেল মেট্রো, ব্যাহত পরিষেবা, কতদূর চলছে এখন? একদিনের ব্যবধানে ম্যাচ, তার উপর গরম, বদলাবে KKR-এর একাদশ? বাটলার ফিরবেন RR দলে? বাড়ির সামনে গুলিবর্ষণের পর প্রথমবার দেখা মিলল সলমনের গাড়ির, কোথায় গিয়েছিলেন 'MI ম্যাচে টসে কীভাবে কারচুপি হয়, দেখালেন ফ্যাফ, হতবাক কামিন্স', আগুনে পড়ল ঘি অবসান অপেক্ষার, অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে BJP-র প্রার্থী অভিজিৎ! আমি গিয়ে ফ্যাফকে বলি..মানসিক,শারীরিকভাবে ফিট হতে আইপিএল থেকে বিরতি ম্যাক্সওয়েলের 'শুভেন্দুকে জানাই', দলের অনুমতি নিয়েই নাকি অভিষেকের সঙ্গে বৈঠক করেছিলেন হিরণ! জনকে 'অভিব্যক্তিহীন' বলেছিলেন করিনা! IPL-এ পাশাপাশি দুজনে, চমকে উঠলেন ভক্তরা

Latest IPL News

একদিনের ব্যবধানে ম্যাচ, তার উপর গরম, বদলাবে KKR-এর একাদশ? বাটলার ফিরবেন RR দলে? 'MI ম্যাচে টসে কীভাবে কারচুপি হয়, দেখালেন ফ্যাফ, হতবাক কামিন্স', আগুনে পড়ল ঘি আমি গিয়ে ফ্যাফকে বলি..মানসিক,শারীরিকভাবে ফিট হতে আইপিএল থেকে বিরতি ম্যাক্সওয়েলের ১০৮ মিটারের বিশাল ছক্কা কার্তিকের, চোখ কপালে তুললেন কামিন্স, হল রেকর্ডও- ভিডিয়ো চোখে মুখে রাগ,অভিমান, যন্ত্রণা স্পষ্ট,টানা পাঁচ ম্যাচ হারের পর হতাশ বিরাট-ভিডিয়ো RCB vs SRH: যদি ব্যাটার হতাম- ম্যাচ জেতার পরেও আফসোসের সুর কামিন্সের গলায় টানা হার আত্মবিশ্বাসে ধাক্কা দেয়-দলের মানসিক চাপের কথা স্বীকার করলেন RCB অধিনায়ক IPL-এর দ্বিতীয় ইনিংসে ব্যাট করে সর্বনিম্ন এবং সর্বোচ্চ রানের নজিরের মালিক RCB-ই গত বছরও বিশ্বাস করতে পারতাম না, আমি এই জায়গায় থাকব- T20 WC-এর প্রসঙ্গে রিয়ান BCCI-এর উচিত RCB-কে অন্য মালিকের কাছে বেচে দেওয়া- ক্ষোভ উগরালেন ভূপতি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.