বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বিরোধীদেরও শুভ বিজয়া জানালেন মমতা, একেবারে চাঁদের হাট! দিলীপ বললেন…

বিরোধীদেরও শুভ বিজয়া জানালেন মমতা, একেবারে চাঁদের হাট! দিলীপ বললেন…

বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্য়ায় ও গায়িকা ইমন চক্রবর্তী। ফেসবুক

মমতার বিজয়া সম্মিলনীর আগেই বুধবার সকালে ইকো পার্কে খোলা প্রাঙ্গনে বিজয়া সম্মিলনীতে মিলিত হন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এদিন তাঁর সেই অনুষ্ঠানে অবশ্য জাঁকজমক সেভাবে ছিল না। দক্ষিণী খাবারের নানা মেনু ছিল তাঁর বিজয়ার অনুষ্ঠানে।

বিজয়া সম্মিলনী ইকো পার্কে। উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গেই শিল্পী, শিল্পপতি, গায়ক, ক্রীড়াবিদ, সিনেমা জগতের একাধিক ব্যক্তিত্ব। কার্যত একেবারে জমকালো বিজয়া সম্মিলনী। প্রশাসনের পদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন এই বিজয়া সম্মিলনীতে।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজনীতি খুব ভালো। কিছু সময় বিশেষত ভোটের সময়। কিন্তু নেগেটিভ রাজনীতি একেবারেই ভালো নয়। দেশ ও রাজ্যের জন্য এই রাজনীতি একেবারেই ভালো নয়। তবে এই সময়ে আমি আমার বিরোধীদেরও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তাঁরাও ভালো থাকবেন। জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, আজ সমস্ত শিল্প, শিল্পী, গায়ক, গায়িকা সহ সমস্ত অতিথিদের আমার শুভেচ্ছা জানাচ্ছি। জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এভাবে রাজনৈতিক সৌজন্য়তা দেখিয়ে মমতা বিরোধীদেরও বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন। এর সঙ্গেই তিনি মনে করিয়ে দিয়েছেন নেগেটিভ রাজনীতির কথা।

তবে মমতার বিজয়া সম্মিলনীর আগেই বুধবার সকালে ইকো পার্কে খোলা প্রাঙ্গনে বিজয়া সম্মিলনীতে মিলিত হন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এদিন তাঁর সেই অনুষ্ঠানে অবশ্য জাঁকজমক সেভাবে ছিল না। দক্ষিণী খাবারের নানা মেনু ছিল তাঁর বিজয়ার অনুষ্ঠানে। তবে দিলীপ ঘোষ অবশ্য় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত বিজয়ার অনুষ্ঠানকে লোক দেখানো বলে কটাক্ষ করেছিলেন।

 

বন্ধ করুন