জন্ম নিয়ন্ত্রণ নিয়ে বিতর্কিত মন্তব্য করার পরেই রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ডেকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বৈঠকের পর মুখ্যমন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ডেকে সতর্ক করেন।
মুখ্যমন্ত্রী সিদ্দিকুল্লাহকে বলেন, ‘আপনার কিছু কথা আমাদের পক্ষে, কিন্তু কিছু কথা আমাদের পক্ষে নয়। বিষয়টা বিবেচনা করবেন।’ বলে রাখি, গত বৃহস্পতিবার কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউয়ে মুসলিম সংগঠনগুলির ওয়াকফ বিলের বিরোধিতায় এক সভায় বক্তব্য রাখার সময় সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, ‘হম দো, হামারে দো নীতি দিয়ে চিনের সঙ্গে লড়াই করা যাবে না। চিনের সঙ্গে লড়াই করতে গেলে হম দো, হামারে চার করতে হবে।’ এর পরদিনই ওই একই ইস্যুতে একই জায়গায় তৃণমূলের সংখ্যালঘু সেলের সভা ছিল। সিদ্দিকুল্লাহ প্রকাশ্যে অভিযোগ করেন, সেব্যাপারে তাঁকে কিছুই জানানো হয়নি।
ওদিকে গোটা দেশে যখন জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য মরিয়া চেষ্টা চলছে তখন সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্যের সমালোচনায় মুখর হয় বিরোধীরা। এই মন্তব্যে প্রতিক্রিয়া দিতে চাননি কোনও তৃণমূল নেতাও। তার পরই সিদ্দিকুল্লাহকে ডেকে সতর্ক করলেন মমতা।