বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > মগের মুলুক! টিপটাপ চুপচাপ IASদের তুলে নেবে! রাজ্য়ের কাজ করবে কে? প্রশ্ন মমতার

মগের মুলুক! টিপটাপ চুপচাপ IASদের তুলে নেবে! রাজ্য়ের কাজ করবে কে? প্রশ্ন মমতার

মমতা বন্দ্য়োপাধ্য়ায় (PTI Photo) (PTI)

মমতার অভিযোগ, গোটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাই আপনারা ভেঙে দিচ্ছেন। এটা কি মগের মুল্লুক!

আইপিএসদের বদলি নিয়ে কেন্দ্র রাজ্য টানাপোড়েনের মধ্যেই রবিবার মুখ খুললেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে নেতাজির জন্মজয়ন্তীর অনুষ্ঠানে এনিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতার সাফ কথা, টিপটাপ, চুপচাপ আইপিএসদের তুলে নিয়ে চলে যাবে। তারপর হঠাৎ একদিন বলবে মুখ্যসচিবকে পাঠান। মুখ্যসচিবকে নিয়ে চলে যাবে। তাহলে রাজ্যের কাজ করবে কে?  প্রশ্ন মমতার। তিনি বলেন, যাঁরা আইএএস, আইপিএস হন তাঁরা অনেক কষ্ট করে পড়াশোনা করে এই পদের যোগ্যতা অর্জন করেন। তাঁদের এভাবে হাতের মুঠোয় রাখা যায় নাকি? 

এর সঙ্গেই মমতার অভিযোগ, গোটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাই আপনারা ভেঙে দিচ্ছেন। এটা কি মগের মুল্লুক! একটা আইন নেই! যা ইচ্ছে সেই আইন বদলে দিচ্ছে, যখন যা মনে হচ্ছে তাই করছে। 

এদিকে আইএসএস ক্যাডার সংশোধনী আইন এনে নিজেদের হাতে ক্ষমতা রাখতে চাইছে কেন্দ্র। আগামী ২৫শে জানুয়ারির মধ্যে এনিয়ে অগ্রগতি হতে পারে। এনিয়ে রীতিমতো চাপে রয়েছে একাধিক রাজ্য। একাধিক অবিজেপি রাজ্য এনিয়ে আপত্তি তুলেছে। আর সবথেকে বেশি প্রতিবাদের আওয়াজ তুলেছে বাংলার সরকার। তবে কেন্দ্রের যুক্তি, কেন্দ্রীয় সরকারের হাতে আইএএস ক্যাডার পর্যাপ্ত সংখ্যায় নেই। সেকারণে সমস্যা তৈরি হচ্ছে। সেকারণে ক্যাডার বিধিতে সংশোধনী এনে বদলি নীতি নিজের হাতে রাখতে চাইছে কেন্দ্র। এতে রাজ্য আপত্তি জানিয়ে কোনও আইএসএসকে আর নিজের নিয়ন্ত্রণে বেঁধে রাখতে পারবেন না। নয়া বিধিতে কেন্দ্র যখনই বলবে তখনই চলে আসতে হবে আইএএসদের। আর এনিয়েই আপত্তি মমতার সরকারের। তাঁর প্রশ্ন মগের মুলুক নাকি? 

বন্ধ করুন