ইদ উপলক্ষে এদিন রেড রোডে এক সমাবেশ আয়োজন করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে মুসলিমদের ইদের শুভেচ্ছা জানান। পাশাপাশি রাজ্যবাসীকে শান্তি, সম্প্রীতির বার্তা দেন। মমতা এদিন নাম না করে বিজেপিকে আক্রমণ শানান। বাংলাবাসীকে ‘বিভাজনকারী শক্তি’ থেকে সাবধান থাকার পরামর্শ দেন। পাশাপাশি জানান, তিনি লড়াই চালিয়ে যাবেন। সবার জন্য ‘আচ্ছে দিন’ আনার বার্তাও দেন মুখ্যমন্ত্রী মমতা।
এদিন মমতা বলেন, ‘আমি বাংলার তরফে সবাইকে ইদ মুবারক জানাতে চাই। পুরো বিশ্বে শান্তি থাকুক। আর পুরো বিশ্ব দেখুক যে বাংলায় যেরকম ঐক্য রয়েছে, সেরম ভারতের আর কোনও জায়গায় নেই। তাই ওরা হিংসা করে। যত হিংসা করে ততই অপমান করে। আমাকে ওরা অনেক অপমান করেছেন। সামনের দিনে আরও অপমান করবে আমাকে ওরা... করতে দিন, আমি ভয় পাই না কাউকে। আমি ভীতু নই, কাফির নই। আমি লড়াই করি, লড়াই করতে জানি। আমরা মরতেও জানি, গড়তেও জানি। আমরা লড়তে জানি। ভয় পাবেন না, লড়াই করুন।’
আরও পড়ুন: ‘সমাজে ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে বাড়িয়ে তুলুক’, ইদে শুভেচ্ছা মোদীর, বার্তা রাষ্ট্রপতি-মমতারও
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আপনাদের আচ্ছে দিন আসবে। মিছি মিছি আচ্ছে দিন নয়, সত্যিকারের আচ্ছে দিন আসবে। আমি চাই আচ্ছে দিন আচ্ছে দিনের মতো আসুক। আচ্ছে দিন সবার জন্য আসুক। সবাইকে একসঙ্গে থাকতে হবে, একসঙ্গে কাজ করতে হবে। আর কেউ কেউ আপনাদের মিথ্যা কথা বলতে যায়। তারা আপনাদের সমাজকে বিভক্ত করতে চায়। হিন্দু মুসলমানকে একে অপরের বিরুদ্ধে উস্কানি দেয়। কখনও তাদের কথা শুনবেন না। আমাকে অনেক গালি দেয় এরা... অনেক বড় বড় কথা বলে। আমি ওদের অত্যাচার সহ্য করি, কিন্তু ওদের কথা আমি শুনি না। এই লড়াই করার শক্তি আপনারা আমাকে দিয়েছেন। এটা মানুষের দেওয়া শক্তি। এটা ন্যায়ের শক্তি। শান্তির শক্তি এটা। ঈশ্বরের দেওয়া শক্তি এটা।’