হুঁশিয়ারি দিয়েছিলেন কয়েক সপ্তাহ আগেই। এবার রাজ্য পুলিশে রদবদল শুরু করলেন পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্ন থেকে প্রকাশিত নির্দেশিকায় রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধান রাজশেখরণকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে ওই পদে কে বসবেন তার উল্লেখ নেই সেখানে। এছাড়াও বেশ কয়েকটি পদে রদবদল হয়েছে। ওদিকে কে রাজ্য পুলিশের পরবর্তী গোয়েন্দা প্রধান হতে চলেছেন তা নিয়ে শুরু হয়েছে চরম জল্পনা।
গত মাসে নবান্নে এক বৈঠকে রাজ্যে বালি, কয়লা চুরির জন্য পুলিশের একাংশকে কাঠগড়ায় তুলে প্রকাশ্যে ভর্ৎসনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সিআইডিতে ব্যাপক রদবদল করবেন তিনি। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই স্পষ্ট হয়েছিল রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধানের পদে রাজশেখরণের দিন হাতে গোনা। বুধবার সেই অপেক্ষা শেষ হল। গোয়েন্দা প্রধানের পদ থেকে সরিয়ে তাঁকে পাঠানো হয়েছে এডিজি ট্রেনিং পদে। তবে গোয়েন্দা প্রধান কে হবেন তার কোনও উল্লেখ নেই নির্দেশিকায়। এডিজি ট্রেনিং পদে থাকা দময়ন্তী সেনকে পাঠানো হয়েছে এডিজি পলিসি পদে। এডিজি পলিসি পদে থাকা শিবকুমারকে পাঠানো হয়েছে এডিজি ইবির দায়িত্ব।
নবান্নে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কড়া পদক্ষেপ করা হয়েছে একাধিক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। সাসপেন্ড করা হয়েছে বেশ কয়েকটি থানার ওসি ও আইসিকে। তবে বিরোধীদের দাবি, নিজের ভাবমূর্তি রক্ষা করতে পুলিশের একাংশকে দায়ী করছেন মুখ্যমন্ত্রী। অভিযুক্ত পুলিশ আধিকারিকরা মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই দুর্নীতিতে যুক্ত হয়েছেন। এখন তাদের কয়েকজনকে বলির পাঁঠা করে নিজেকে হিরো বানাতে চাইছেন তিনি।