অপেক্ষার অবসান। এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলে রাজ্য সরকারি প্রতিনিধির পদ থেকে শান্তনু সেনকে সরিয়ে দিল স্বাস্থ্য ভবন। শুক্রবার দুপুরে এই খবর পাওয়া গিয়েছে। রাজ্য সরকারের এই পদক্ষেপের ফলে শান্তনুবাবুর বিজেপিতে যোগদানে আর কোনও বাধা রইল না বলে মনে করা হচ্ছে।
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের একের পর এক বৈঠকে অনুপস্থিত থাকায় শান্তনু সেনের অপসারণ চেয়ে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকে চিঠি দিয়েছিলেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়। শান্তনুবাবুর বদলে অন্য কোনও ব্যক্তিকে মনোনয়ন দিতে অনুরোধ করেছিলেন তিনি। তার পরই রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে অপসারণ সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছিল। শুক্রবার এল সেই খবর।
প্রাথমিক প্রতিক্রিয়ায় শান্তনু সেন জানিয়েছেন, আমাকে আনুষ্ঠানিকভাবে কোনও কিছু জানানো হয়নি। আমাকে মুখ্যমন্ত্রী কাজ করার সুযোগ দিয়েছিলেন। আমি কাজ করছিলাম। কিছু লোক আমার বিরুদ্ধে স্বাস্থ্যসচিবকে চিঠি দিয়ে মিথ্যা অভিযোগ করেছেন। আমাকে সেই চিঠিও পাঠানো হয়নি। যদিও আমি আমার বক্তব্য লিখিতভাবে স্বাস্থ্য সচিবকে জানিয়েছি।
শান্তনু সেনের অপসারণের খবরে বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ‘ওটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। ওর আবার পদের দাম আছে না কি? শান্তনুবাবু একজন কন্যাসন্তানের বাবা। তাঁর মেয়েও আরজি করে পড়ে। তিনি আরজি কর কাণ্ডে সরকারের বিরোধিতা করেছিলেন। তার মাশুল তাঁকে দিতে হল।’
শান্তনুবাবুকে সরানো হলেও তাঁর জায়গায় রাজ্য মেডিক্যাল কাউন্সিলে রাজ্য সরকারের নতুন প্রতিনিধি কে হবেন তা এখনও জানা যায়নি। অভিষেকের শিবিরের শান্তনুকে সরিয়ে সেখানে মমতা শিবিরের কারও অভিষেক হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।