যে আধার কার্ডের বিরোধিতায় প্রথম থেকে সরব মুখ্যমন্ত্রী, সেই কার্ডকেই এবার ট্যাবের টাকার প্রতারণা রুখতে হাতিয়ার করল তাঁরই প্রশাসন। সোমবার নবান্নে ট্যাবের টাকা প্রতারণা নিয়ে মুখ্যসচিবের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয়েছে, এবার থেকে শুধুমাত্র আধারের সঙ্গে সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ট্যাবের টাকা পাঠানো হবে।
আরও পড়ুন - কৃষ্ণনগরে জগদ্ধাত্রীর বিসর্জনের আগেই দাউ দাউ করে আগুন ক্লাবে, মৃত ১
পড়তে থাকুন - উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং, ডাকার পরেও এলেন না ১৪৪জন, চাকরি নিতেও অনীহা!
সোমবার নবান্নে পদস্থ আধিকারিকদের সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, শুধুমাত্র আধারের সঙ্গে সংযুক্ত ও ভেরিফায়েড ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ট্যাবের টাকা পাঠানো যাবে। একই সঙ্গে কী ভাবে সরকারি পোর্টালের পাসওয়ার্ড লিক হল তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। এক্ষেত্রে বিভিন্ন সরকারি অফিসের ডেটা এন্ট্রি অপারেটরদের ভূমিকা খতিয়ে দেখতে বলা হয়েছে। মনে করা হয়েছে এদের মাধ্যমেই ফাঁস হয়েছে পোর্টালের পাসওয়ার্ড। প্রশ্ন উঠছে চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটরদের কাছে সরকারি পোর্টালের পাসওয়ার্ড গেল কী করে?
আরও পড়ুন - ভাসান দেখে ফেরার সময় মারধরে যুবকের মৃত্যু, গ্রেফতার ৩, অধরা মূল অভিযুক্ত
ওদিকে আধারের ঘোর বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন প্রতারণা রুখতে আধারকেই হাতিয়ার করায় প্রশ্ন উঠছে, তাহলে বিরোধিতা কি শুধুই রাজনৈতিক স্বার্থে? লোকসভা ভোটের মুখে আধার কার্ড বাতিল বিতর্কের সময়ও মুখ্যমন্ত্রী বলেছিলেন, আধারে আমাদের বিশ্বাস নেই। তার আগেও নানা সময় আধার তৈরির নামে কেন্দ্রের বিরুদ্ধে মানুষের ব্যক্তিগত তথ্য হাতানোর অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।