বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Bidhannagar cyber crime: সাইবার ক্রাইম থানার আধিকারিক পরিচয় দিয়ে মহিলার সঙ্গে প্রতারণা, ধৃত ১

Bidhannagar cyber crime: সাইবার ক্রাইম থানার আধিকারিক পরিচয় দিয়ে মহিলার সঙ্গে প্রতারণা, ধৃত ১

বিধাননগর সাইবার ক্রাইম থানা।

ধৃতের নাম মিঠুন মণ্ডল। সে নিজেকে সাইবার ক্রাইমের একজন অফিসার হিসেবে পরিচয় দিয়েছিল। ওই মহিলাকে সে হুমকি দিয়েছিল ঋণের ইএমআই এড়িয়ে যাওয়ার জন্য তাঁকে গ্রেফতার করা হতে পারে। এরপরে মহিলা গ্রেফতারের ভয়ে মিঠুনকে সেই বাবদ ৭৩ হাজার টাকা দিয়েছিলেন। 

অনলাইনে প্রতারণা বা সাইবার অপরাধ বেড়েই চলেছে। কখনও ব্যাঙ্কের কর্মী পরিচয় দিয়ে আবার কখনও বিভিন্ন আধিকারিক পরিচয় দিয়ে সাধারণ নাগরিকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে সাইবার প্রতারকরা। এবার বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম বিভাগের আধিকারিক পরিচয় দিয়ে এক মহিলার কাছ থেকে ৭৩ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ওই মহিলা বাগুইআটির বাসিন্দা।

পুলিশ সূত্রের খবর, ধৃতের নাম মিঠুন মণ্ডল। সে নিজেকে সাইবার ক্রাইমের একজন অফিসার হিসেবে পরিচয় দিয়েছিল। ওই মহিলাকে সে হুমকি দিয়েছিল ঋণের ইএমআই এড়িয়ে যাওয়ার জন্য তাঁকে গ্রেফতার করা হতে পারে। এরপরে মহিলা গ্রেফতারের ভয়ে মিঠুনকে সেই বাবদ ৭৩ হাজার টাকা দিয়েছিলেন। কিন্তু, পরে জানতে পারেন টাকা সংশ্লিষ্ট ঋণদাতা সংস্থার কাছে জমা পড়েনি। এরপরে থানায় অভিযোগ করেন ওই মহিলা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে মিঠুন মণ্ডল নামে ওই ব্যক্তি সাইবার ক্রাইমের আধিকারিক সেজে মহিলার সঙ্গে প্রতারণা করেছে। প্রসঙ্গত, শুধু ওই মহিলার সঙ্গেই নয়, আরও এক মহিলার সঙ্গে ১৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে মিঠুনের বিরুদ্ধে। ওই মহিলার কাছে বিমা আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে ১৩ লক্ষ টাকা প্রতারণা করা হয়েছিল। সেই ঘটনায় মিঠুনকে ১৮ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই বাগুইআটির ওই মহিলার সঙ্গে প্রতারণার কথা স্বীকার করে মিঠুন।

জানা গিয়েছে, ওই মহিলা একটি বিমা কোম্পানি থেকে ব্যক্তিগত ঋণ নিয়েছিলেন। তবে ফেব্রুয়ারি মাসে ঋণের ইএমআই তিনি দিতে পারেননি। সেই সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করেছিল মিঠুন। সে মহিলার ঋণ পরিশোধের সময়সূচি জানতো এবং নিজেকে সাইবার আধিকারিক পরিচয় দিয়ে মহিলার কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। ঘটনায় ১৪ ফেব্রুয়ারি থানায় অভিযোগ জানিয়েছিলেন এই মহিলা। প্রসঙ্গত, ইদানীং সাইবার অপরাধ অনেক বেড়েছে। এই প্রতারণা সম্পর্কে মানুষকে সচেতন করতে সম্প্রতি সাইবার দিদি নামে একটি ম্যাসকট চালু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তারপরেও সাইবার ক্রাইমের মতো অপরাধ ঘটে চলেছে। কিছুদিন আগে বিধাননগর এলাকায় প্রতারণার শিকার হয়েছিলেন এক বিচারক। হোটেল বুকিং করার নামে ওই বিচারকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৯২ হাজার টাকা হাতিয়ে নিয়েছিল সাইবার প্রতারকরা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বাংলার মুখ খবর

Latest News

রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি মেঘালয়ে CAA বিরোধী মিছিলের গণপিটুনিতে মৃত ২, প্রতিবাদে বিক্ষোভ কলকাতায় মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.