দুয়ারে সরকার ক্যাম্প থেকে আটক বিজেপি কর্মীর পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগ। উত্তর ২৪ পরগনার রাজারহাটের চাঁদপুরে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। যুবকের মৃত্যুর প্রতিবাদে এদিন থানার সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, বৃহস্পতিবার চাঁদপুর হাই স্কুলে দুয়ারে সরকার ক্যাম্প চলাকালীন এলাকারই বাসিন্দা সঞ্জয় ঘোষকে (৩৫) মত্ত অবস্থায় গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, তাঁকে মারতে মারতে পুলিশ ভ্যানে তোলেন আধিকারিকরা। অভিযোগ, রাতে লক আপে ব্যাপক মারধর করা হয় ওই যুবককে। যার জেরে শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়ে সে। তাঁকে প্রথমে স্থানীয় ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। সেখানে যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
এরপরেই স্থানীয় লোকজন এবং পরিবারের সদস্যরা রাজারহাট থানা ঘেরাও করেন। বিক্ষোভ দেখাতে থাকে পরিবারের লোকজন।