বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > হাইকোর্টে সশরীরে হাজিরা মানিকের, আধ ঘণ্টা টানা জেরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

হাইকোর্টে সশরীরে হাজিরা মানিকের, আধ ঘণ্টা টানা জেরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

হাইকোর্টে প্রিজন ভ্যান থেকে নামছে মানিক।

মানিককে বিচারপতি গঙ্গোপাধ্যায় তলব করেছেন শুনেই তাঁর এজলাসে ভিড় করতে শুরু করেন আইনজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ। মানিক ঢোকার পর তাঁকে জেরা শুরু করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বেলা ৩টে ১৬ মিনিটে মানিককে জিজ্ঞাসাবাদ শুরু করেন বিচারপতি।

২০১৬ প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে আদালতের নির্দেশে ২ ঘণ্টার মধ্যে এজলাসে হাজির করানো হল মানিক ভট্টাচার্যকে। এদিন মানিককে সশরীরে আদালতে হাজির করানোর নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নির্ধারিত সময়ের কিছু পরে মানিক এজলাসে পৌঁছলে তাকে একের পর এক প্রশ্ন করেন বিচারপতি। আদালতে মানিকের হাজিরা দেখতে এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস ছিল ভিড়ে ঠাসা।

বুধবার ২০১৬ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মানিককে ২ ঘণ্টার মধ্যে সশরীরে এজলাসে হাজির করানোর নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বেলা ১টা নাগাদ এই নির্দেশ দেন তিনি। নির্দেশ পৌঁছয় প্রেসিডেন্সি জেলে। আদালতের নির্দেশের পরই সাজো সাজো রব ওঠে সেখানে। মানিককে সেল থেকে বার করে জামা কাপড় পরিয়ে সাত তাড়াতাড়ি তোলা হয় প্রিজন ভ্যানে। এর পর পুলিশি পাহারায় প্রিজন ভ্যান ছোটে হাইকোর্টের দিকে। মানিক যখন হাইকোর্টের সামনে এসে পৌঁছয় তখন ৩টে ০৬ বাজে। প্রিজন ভ্যান থেকে নেমে পুলিশি পাহারায় দ্রুত পায়ে ১৭ নম্বর এজলাসে পৌঁছয় প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি।

মানিককে বিচারপতি গঙ্গোপাধ্যায় তলব করেছেন শুনেই তাঁর এজলাসে ভিড় করতে শুরু করেন আইনজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ। মানিক ঢোকার পর তাঁকে জেরা শুরু করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বেলা ৩টে ১৬ মিনিটে মানিককে জিজ্ঞাসাবাদ শুরু করেন বিচারপতি। জেরা পর্ব চলে বেলা ৩টে ৪৫ মিনিট পর্যন্ত। আধ ঘণ্টা ধরে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত নানা প্রশ্ন করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিশেষ করে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার ফলপ্রকাশের দায়িত্বে কারা ছিল। কী ভাবে তাদের নির্বাচন করা হয়েছিল এই সংক্রন্ত প্রশ্ন করেন বিচারপতি। বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দিলেও, কয়েকটি প্রশ্নে উত্তর দেওয়ার জন্য সময় চাই বলে জানায় সে।

এর পর মানিককে হাইকোর্টে কলকাতার শেরিফের দফতরে অপেক্ষা করার নির্দেশ দেন বিচারপতি। জানান, মানিকের সমস্ত বক্তব্য নথিভুক্ত করা হয়েছে। সেই কাগজে সই করে তবে তিনি আদালত ছাড়তে পারবেন।

 

বন্ধ করুন