বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মানিক, পেলেন ১ দিনের রক্ষাকবচ

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মানিক, পেলেন ১ দিনের রক্ষাকবচ

মানিক ভট্টাচার্য। সুপ্রিম কোর্ট। ফাইল ছবি

মঙ্গলবার প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, আজই রাত ৮টার মধ্যে কলকাতায় সিবিআইয়ের দফতরে হাজিরা দিতে হবে মানিক ভট্টাচার্যকে।

মানিক ভট্টাচার্যের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে ১ দিনের স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে মঙ্গলবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নাকাশিপাড়ার বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি। কিন্তু এদিন শুনানির সময় না থাকায় মানিকের আবেদনের ভিত্তিতে বুধবার বেলা ২টো পর্যন্ত তাঁকে রক্ষাকবচ দিয়েছে সর্বোচ্চ আদালত। এর ফলে মঙ্গলবার মানিকের গ্রেফতারির সম্ভাবনা রইল না।

মঙ্গলবার প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, আজই রাত ৮টার মধ্যে কলকাতায় সিবিআইয়ের দফতরে হাজিরা দিতে হবে মানিক ভট্টাচার্যকে। তিনি তদন্তে সহযোগিতা না করলে তাঁকে হেফাজতে নিয়ে জেরা করতে পারবে সিবিআই। এর পরই প্রশ্ন ওঠে, কোথায় মানিক ভট্টাচার্য? বেলা গড়াতে জানা যায়, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।

দলীয় কর্মীদের নিগ্রহের প্রতিবাদে লেকটাউন থানার সামনে BJP-র বিক্ষোভ

এদিন মানিকবাবুর হয়ে আদালতে সওয়াল করেন মুকুল রোহতগি। কিন্তু আদালতের হাতে সময় না থাকায় শুনানি তেমনভাবে হয়নি। মুকুলবাবু জানান, মানিক ভট্টাচার্য এখন দিল্লিতে। রাত ৮টার মধ্যে কলকাতায় পৌঁছে তার পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়। মানিকের আবেদনের ভিত্তিতে বুধবার বেলা ২টো পর্যন্ত মানিক ভট্টাচার্যের গ্রেফতারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় আদালত। বুধবার ফের মামলাটির শুনানি হবে সুপ্রিম কোর্টে।

এদিন মানিককে সিবিআইয়ের সামনে হাজিরার নির্দেশ দিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, যে ভাবে মানিকবাবু প্রাথমিক টেটের OMR শিট নষ্ট করেছেন তাতে অপরাধমূলক অভিষন্ধি রয়েছে বলে মনে হচ্ছে।

 

বন্ধ করুন