বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Manik Bhattacharya: আজই CBI দফতরে যেতে হবে মানিককে, গ্রেফতারির ‘অনুমতি’ হাই কোর্টের

Manik Bhattacharya: আজই CBI দফতরে যেতে হবে মানিককে, গ্রেফতারির ‘অনুমতি’ হাই কোর্টের

প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য

দুর্গাপুজোর আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের উপর বাড়ল চাপ। উচ্চ আদালতের নির্দেশে আজই তাঁকে রাত ৮টার মধ্যে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে। 

প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে আজই সিবিআই দফতরে যাওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করতে হবে। মঙ্গলবার রাত ৮টার মধ্যে সিবিআই দফতরে যেতে বলা হয়েছে মানিককে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আরও নির্দেশ, মানিকবাবু তদন্তে সাহায্য না করলে সিবিআই তাঁকে হেফাজতে নিতে পারে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন চেয়ারম্যান তথা পলাশিপাড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চেয়ারম্যান পদ থেকে মানিককে সরানো হয়েছিল এবং তাঁর–সহ পরিবারের সদস্যদের সম্পত্তির খতিয়ান হলফনামা আকারে জমা দিতে বলা হয়েছিল। সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি ডিভিশন বেঞ্চে যান মানিকবাবু। কিন্তু ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখে।

এর আগে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তদন্তের যে চারজশিট ইডির তরফে আদালতে পেশ করা হয়, তাতে মানিক ভট্টাচার্যের নাম ছিল। এই আবহে গত বুধবার ইডি অফিসে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল মানিকবাবুকে। প্রায় ৬ ঘণ্টা ধরে তাঁকে জেরা করেন ইডি আধিকারিকরা। তবে মানিক ভট্টাচার্যের উত্তরে খুব একটা সন্তুষ্ট হননি গোয়েন্দারা। এই আবহে আজ মানিকবাবুকে জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআইকে নির্দেশ দিলেন বিজারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করে মানিক ভট্টাচার্যের নাম উঠে এসেছে। এই আবহে আজকে হাই কোর্টের নির্দেশের পর সিবিআই চাইলে মানিকবাবুকে গ্রেফতারও করতে পারে।

বন্ধ করুন