বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > মানিকের দাবি লন্ডনে বাড়ি নেই, ছেলে বলেছে লন্ডনে বসবাস করতে বিদেশে গেছিলাম

মানিকের দাবি লন্ডনে বাড়ি নেই, ছেলে বলেছে লন্ডনে বসবাস করতে বিদেশে গেছিলাম

মানিক ভট্টাচার্য। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

ইডি অভিবাসন দফতর সূত্রে জানতে পারে, বিদেশযাত্রার সময় শৌভিক অভিবাসন দফতরকে জানিয়েছিলেন লন্ডনে বসবাস করতে যাচ্ছেন তিনি।

নিয়োগ দুর্নীতি মামলায় ব্যাঙ্কশাল আদালতের বিশেষ PMLA আদালতে চলছে মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ও ছেলে শৌভিকের জামিনের শুনানি। এই মামলায় আগেই আদালতে আত্মসমর্পণ করেছিলেন তাঁরা। আর এদিন জামিনের বিরোধিতা করে বিস্ফোরক সব তথ্য আদালতে তুলে ধরেছে ইডি। ইডির তরফে জানানো হয়েছে, মানিকের স্ত্রীর অ্যাকাউন্টে ঢুকেছে শিক্ষক নিয়োগ দুর্নীতির লক্ষ লক্ষ টাকা। ছেলে শৌভিক জেরায় বিদেশযাত্রার কারণ গোপন করেছেন।

এদিন আদালতে ইডি জানায়, মানিকের স্ত্রী শতরূপার সঙ্গে এক মৃত ব্যক্তির যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। সেই অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির লক্ষ লক্ষ টাকা পাচার হয়েছে। মানিকের ছেলে শৌভিক ২০১৭ সালে ২ বার লন্ডন যান। প্রথমে লন্ডন যাত্রা কথা গোপন করেন তিনি। পরে পাসপোর্ট দেখিয়ে তাঁকে বিদেশযাত্রার কারণ জিজ্ঞাসা করলে তিনি গোয়েন্দাদের বলেন, পড়াশুনো করতে লন্ডনে গিয়েছিলেন। যদিও ইডি অভিবাসন দফতর সূত্রে জানতে পারে, বিদেশযাত্রার সময় শৌভিক অভিবাসন দফতরকে জানিয়েছিলেন লন্ডনে বসবাস করতে যাচ্ছেন তিনি। ইডির প্রশ্ন, কেন লন্ডন যাত্রার কথা ও কারণ গোপন করলেন শৌভিক।

এদিন আদালতে বিচারকের ব্যাপক ভর্ৎসনার মুখে পড়েন শৌভিক ও শতরূপা। এজলাসে শুনানি চলাকালীন নিজেদের মধ্যে কথা বলছিলেন ২ জনে। তখন বিচারক বলেন, অনেক কথা বলেছেন। এর পর কথা বললে পুলিশ ডেকে জেলে ঢুকিয়ে দেব।

নিয়োগ দুর্নীতি মামলায় গত ৭ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করেন মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ও ছেলে শৌভিক। ইডির চার্জশিটে নাম রয়েছে এই ২ জনেরই। সঙ্গে শৌভিকের ২টি সংস্থাও দুর্নীতিতে যুক্ত বলে চার্জশিটে জানিয়েছেন গোয়েন্দারা।

 

বন্ধ করুন