বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > জামিনের আবেদন খারিজ, ৬ দিনের জন্য ইডি হেফাজতে মণীশ কোঠারি

জামিনের আবেদন খারিজ, ৬ দিনের জন্য ইডি হেফাজতে মণীশ কোঠারি

মঙ্গলবার ইডি দফতরে ঢুকছেন মণীশ কোঠারি।  (HT_PRINT)

গরুপাচারকাণ্ডে মঙ্গলবার অনুব্রতর মুখোমুখি বসিয়ে জেরার পর মণীশ কোঠারিকে গ্রেফতার করেছিল ইডি। বুধবার তাঁকে আদালতে পেশ করে ইডি দাবি করে, অনুব্রতর হয়ে টাকা তুলতেন তিনি। সেই টাকা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেছেন।

গরুপাচারকাণ্ডে গ্রেফতার অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারিকে ৬ দিনের ইডি হেফাজতে পাঠাল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। বুধবার মণীশের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে তাঁর জামিনের আবেদন করেন আইনজীবীরা। কিন্তু সেই আবেদন খারিজ করে মণীশকে ইডি হেফাজতে পাঠিয়েছেন বিচারক। তাঁকে অনুব্রতর মুখোমুখি বসিয়ে জেরা করা হবে বলে ইডি সূত্রে খবর।

গরুপাচারকাণ্ডে মঙ্গলবার অনুব্রতর মুখোমুখি বসিয়ে জেরার পর মণীশ কোঠারিকে গ্রেফতার করেছিল ইডি। বুধবার তাঁকে আদালতে পেশ করে ইডি দাবি করে, অনুব্রতর হয়ে টাকা তুলতেন তিনি। অনুব্রতর কারবারের সব জানেন তিনি। অনুব্রতর কালো টাকা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেছেন। ভুয়ো কোম্পানি খুলে কালো টাকা সাদা করেছেন মণীশ। জিজ্ঞাসাবাদের সময় মণীশ কোঠারি একাধিক তথ্য গোপন করেছেন বলেও দাবি করে ইডি। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে নতুন তথ্য পাওয়া যাবে বলেও দাবি করে। একথা জানিয়ে মণীশকে ৭ দিনের জন্য হেফাজতে চায় ইডি।

পালটা জামিনের আবেদন করে মণীশ কোঠারির আইনজীবী বলেন, মণীশ কোঠারি অসুস্থ। কয়েকদিন আগে তাঁর অস্ত্রোপচার হয়েছে। ফলে তাঁর চিকিৎসকের পর্যবেক্ষণে থাকা প্রয়োজন। তিনি তদন্তে সহযোগিতা করছেন। যত বার তলব করা হয়েছে হাজিরা দিয়েছেন তিনি। ফলে তাঁকে জামি দেওয়া হোক।

দুপক্ষের সওয়াল শুনে মণীশ কোঠারিকে ৬ দিনের জন্য ইডি হেফাজতে পাঠিয়েছেন বিশেষ আদালতের বিচারক। ইডি সূত্রে জানা গিয়েছে, মণীশ কোঠারিকে ফের অনুব্রতর মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। কী করে তিনি অনুব্রতর কালোটাকা সাদা করেছেন তা জানার চেষ্টা চালাবেন গোয়েন্দারা। তাছাড়া অনুব্রতর গোপন বিনিয়োগের তথ্যও তাঁর কাছ থেকে পাওয়া যেতে পারে বলে অনুমান।

গরুপাচার কাণ্ডে এর আগে অনুব্রতর নিরাপত্তারক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করেছিল ইডি।

 

বন্ধ করুন