বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Kolkata's New Police Commissioner: মাওবাদীদের ‘ঠান্ডা’ করা মনোজ কলকাতার পুলিশ কমিশনার, বিনীত কোন পদে? আর কী রদবদল?

Kolkata's New Police Commissioner: মাওবাদীদের ‘ঠান্ডা’ করা মনোজ কলকাতার পুলিশ কমিশনার, বিনীত কোন পদে? আর কী রদবদল?

জুনিয়র ডাক্তারদের দেওয়া প্রতিশ্রুতি মতো পুলিশের একাধিক পদে রদবদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

কলকাতার নয়া পুলিশ কমিশনার হলেন মনোজকুমার বর্মা। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবি মেনে দু'জনকে সরানোর পাশাপাশি আরও কয়েকটি পদে রদবদল করা হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার পদে যিনি ছিলেন, সেই বিনীত গোয়েলকে কোন পদে পাঠানো হল?

কলকাতার নয়া পুলিশ কমিশনার হলেন ‘ক্রাইসিস ম্যান’ মনোজকুমার বর্মা। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ধর্ষণ এবং খুনের মামলার শুনানির পরেই নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে বিনীত গোয়েলের পরে কলকাতার পুলিশ কমিশনার পদে ১৯৯৮ ব্যাচের আইপিএস অফিসার মনোজকে বসানো হচ্ছে। এতদিন যিনি কলকাতার পুলিশ কমিশনার ছিলেন, সেই বিনীতকে পশ্চিমবঙ্গের এসটিএফে এডিজি করা হল। যা তাঁর চেনা জায়গা। কারণ আগেও এসটিএফে কাজ করেছেন। অন্যদিকে, রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলনের আবহেই পশ্চিমবঙ্গ পুলিশের ইনটেলিজেন্স ব্র্যাঞ্চেও রদবদল করা হয়েছে।  সরিয়ে দেওয়া হয়েছে জাভেদ শামিমকে। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (নর্থ) অভিষেক গুপ্তাকে কার্যত গুরুত্বহীন পদে পাঠিয়ে দিয়েছে নবান্ন। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবি মেনে দু'জনকে সরানোর পাশাপাশি আরও কয়েকটি পদে রদবদল করা হয়েছে।

পুলিশের কোন কোন পদে রদবদল করা হল?

১) বিনীত গোয়েল: কলকাতার পুলিশ কমিশনার আছেন। তাঁকে এডিজি (এসটিএফ) করা হচ্ছে। 

২) জ্ঞানবন্ত সিং: ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সের ডিরেক্টর পদে আছেন। তাঁকে পশ্চিমবঙ্গ পুলিশের ইনটেলিজেন্স ব্র্যাঞ্চের এডিজি করা হয়েছে।

৩) জাভেদ শামিম: তাঁকে পশ্চিমবঙ্গ পুলিশের ইনটেলিজেন্স ব্র্যাঞ্চের এডিজির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে পশ্চিমবঙ্গ পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) পদে বসানো হল। যা রাজ্য পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ পদ।

৪) মনোজকুমার বর্মা: জাভেদ শামিমকে যে পদে পাঠানো হচ্ছে, সেই পদে ছিলেন মনোজকুমার বর্মা। তাঁকে কলকাতার পুলিশ কমিশনার করা হল।

৫) ত্রিপুরারী অথর্ব: যে পদে বিনীতকে পাঠানো হয়েছে, আপাতত সেই পদে আছেন তিনি। তাঁকে ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সের ডিরেক্টর পদে পাঠানো হল।

৬) অভিষেক গুপ্তা: কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (নর্থ) পদে ছিলেন। তাঁকে যে পদে পাঠানো হয়েছে, সেটাকে ‘পানিশমেন্ট পোস্টিং’ হিসেবে চিহ্নিত করে থাকেন অনেকে। তাঁকে ইএফআরের সেকেন্ড ব্যাটেলিয়নের কম্যান্ডাট পদে সরিয়ে দেওয়া হল।

৭) দীপক সরকার: শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসি (ইস্ট) পদে আছেন। তাঁকে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (নর্থ) পদে আনা হল।

আরও পড়ুন: RG Kar Case Investigation Latest Update: খুব ‘ভ্যালুয়েবল ইনপুট’ আছে নির্যাতিতা বাবার চিঠিতে, ‘CBI ঘুমোচ্ছে না’, বলল SC

চ্যালেঞ্জিং সময় কলকাতার দায়িত্বে অভিজ্ঞ মনোজ

যথেষ্ট চ্যালেঞ্জিং পরিস্থিতিতে কলকাতার পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন মনোজ। ১৯৯৩ ব্যাচের আইপিএস অফিসার পীযূষ পান্ডে এবং ১৯৯৭ ব্যাচের আইপিএস অফিসার সুপ্রতিম সরকারের মতো অফিসার দৌড়ে থাকলেও মনোজের উপরে আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি অতীতে মাওবাদীদের ‘ঠান্ডা’ করেছেন। ‘ঠান্ডা’ করেছেন ব্যারাকপুরকে।

কোন কোন চ্যালেঞ্জ আছে মনোজের সামনে?

প্রথমত, আরজি কর কাণ্ডে যেভাবে টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে, তা নিয়ে পুলিশের নীচু মহলের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে একটি মহলের তরফে দাবি করা হয়েছে। ওই মহলের বক্তব্য, আরজি কর কাণ্ডের সময় পুলিশ কমিশনার, ডেপুটি কমিশনার (নর্থ)-র মতো সিনিয়র আইপিএস অফিসাররা ছিলেন। অথচ তদন্তে গাফিলতির অভিযোগে নেহাতই একজন ওসিকে গ্রেফতার করা হল। মনোজকে সেই ক্ষোভ সামলাতে হবে বলে সংশ্লিষ্ট মহলের মতে। 

আরও পড়ুন: SC on women's night duty: মহিলাদের রাত কাজ করতে বারণ না করে সুরক্ষা দিন, বলল SC, ‘ভুল’ সংশোধনে রাজি রাজ্য

দ্বিতীয়ত, তিন সপ্তাহ পরেই দুর্গাপুজো আছে। ফলে পুজোর আগে প্রস্তুতি সারতে হবে। আর পুলিশের অন্দরে যে আড়াআড়ি বিভাজন তৈরি হয়েছে, সেটা ঠিক করতে হবে তাঁকে।

স্বাস্থ্যেও বদল রাজ্যের

জুনিয়র ডাক্তারদের দাবি মেনে স্বাস্থ্য অধিকর্তা কৌস্তুভ নায়েক এবং স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস হালদারকে সরিয়ে দিয়েছেন মমতা। নয়া স্বাস্থ্য অধিকর্তা হলেন স্বপন সোরেন।

আরও পড়ুন: Junior Doctors on DC Indira Mukherjee: DC সেন্ট্রালকে ছাড় কেন? ক্ষুব্ধ ডাক্তাররা, নির্যাতিতার বাবা বলেছিলেন মিথ্যেবাদী

বাংলার মুখ খবর

Latest News

কোহলিকে না বলেকয়ে ব্যাগ খুলে পারফিউম নিয়ে গোটা গায়ে মাখলেন RCB-র তরুণ- ভিডিয়ো এবার উলুবেড়িয়া এলাকায় পাইপলাইনে ফাটল, ৭টি ওয়ার্ড নির্জলা হওয়ায় বিপাকে মানুষজন প্রেমের সেকাল-একাল!প্রেমিক যখন স্বামী, আগে কেমন দেখতে ছিলেন রুদ্র ও নন্দিনী দিদি গাড়ির শব্দে মানুষের মতো অস্বস্তি বোধ করে পাখিরাও, গবেষণায় উঠে এল করুণ তথ্য শতরান নয়, দলের জয়ই আসল! শ্রেয়সের আত্মত্যাগে মুগ্ধ শাস্ত্রী, খোঁচা দিলেন কোহলিকে? অলসদের জন্য সেরা চাকরি, লক্ষ লক্ষ টাকা বেতন নিশ্চিত? দেব-জিৎ নন, এই বাঙালি অভিনেতাই নাকি ছবি পিছু নেন ১ কোটি পারিশ্রমিক! কে তিনি? ‘একটা শব্দও বলতে দিচ্ছে না,’ লোকসভার স্পিকারের বিরুদ্ধে বড় অভিযোগ রাহুলের প্রধানের পদে থেকেই নাইট গার্ড হিসেবে বেতন তোলার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা অভিযুক্ত ব্যক্তিই সাক্ষী! নিয়োগ দুর্নীতিতে ED-র মামলায় সাক্ষ্য়গ্রহণ করল না আদালত

IPL 2025 News in Bangla

কোহলিকে না বলেকয়ে ব্যাগ খুলে পারফিউম নিয়ে গোটা গায়ে মাখলেন RCB-র তরুণ- ভিডিয়ো শতরান নয়, দলের জয়ই আসল! শ্রেয়সের আত্মত্যাগে মুগ্ধ শাস্ত্রী, খোঁচা দিলেন কোহলিকে? IPLর প্রথম ম্যাচে হারতেই মা কামাখ্যার শরণাপন্ন KKR! পুজো দিলেন রাহানে, বরুণরা MIতে খেললে বিমানবন্দরে লাগে না চেকিং! ১০ কোটির অফারে ‘না’? রহস্য ফাঁস KKR তারকার ৫ ম্যাচে তিনবার শূন্য, লজ্জাজনক রেকর্ড বাবর আজমের উত্তরসূরির, একবার আউট ১ রানে IPL: স্টইনিসের ছক্কা গিয়ে পড়ল মহিলা নিরাপত্তারক্ষীর গায়ে,ঘটল বড় বিপদ- ভিডিয়ো ‘মাইলস্টোন কিলিং অ্যাকাডেমিতে স্বাগত’, শশাঙ্ককে কেন হার্দিকের ছাত্র বলা হচ্ছে? ‘আমি থাকতে ইডেনের পিচ বদলাবে না, KKR-এর ঘূর্ণি বাইশগজের 'আর্জি’ খারিজ কিউরেটরের জনসনের বদলে মইন নাকি নরকিয়া? RR-এর বিরুদ্ধে KKR-এর একাদশে শিকে ছিঁড়বে রমনদীপের? ৯৭ রান করা আইয়ারকে ব্যাটিং দেননি কেন? শশাঙ্কের জবাবে শ্রেয়সের উপর শ্রদ্ধা বাড়বে

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.