বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Kolkata private bus: অটো-টোটোর দাপটে নিশ্চিহ্ন হয়ে যেতে বসেছে বহু রুট, পদক্ষেপের আর্জি বাস মালিকদের

Kolkata private bus: অটো-টোটোর দাপটে নিশ্চিহ্ন হয়ে যেতে বসেছে বহু রুট, পদক্ষেপের আর্জি বাস মালিকদের

অটো-টোটোর দাপটে নিশ্চিহ্ন হয়ে যেতে বসেছে বহু রুট, পদক্ষেপের আর্জি বাস মালিকদের

বাস মালিকদের অভিযোগ, এই সমস্ত রুটগুলিতে টোটো এবং অটোচালকদের যাত্রী টেনে নেওয়ার প্রবণতা থাকায় বাসগুলিতে যাত্রী হয় না। তাই সেখানে লোকসানে বাস চালাতে নারাজ মালিকরা। এদিকে, একাধিক নতুন রুটে বাস চালানোর পারমিট দিতে চাইছে রাজ্য পরিবহণ দফতর।

এক সময় কলকাতার রাস্তায় ২০০-এর বেশি রুটে বাস চলত। কিন্তু, ক্রমেই সেই বাস রুট নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। খাতায়কলমে এই বাসরুট থাকলেও যাত্রী না হওয়ায় এখন এই সমস্ত রুটে আর বাস চলে না। অটো এবং টোটোর দাপটে কলকাতায় বাসরুট কমতে কমতে প্রায় অর্ধেক হয়ে যেতে বসেছে।  আবার কোনও কোনও রুটে দিনে মাত্র একটি বা দুটি করে বাস চলে। এই অবস্থায় গুরুত্বপূর্ণ রুটে বাসের অস্তিত্ব টিকিয়ে রাখতে টোটো এবং অটো বন্ধ করার দাবি জানিয়েছেন বাস মালিকরা। এনিয়ে তারা আর্জি জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন।

আরও পড়ুন: পুরনো পারমিটে নতুন বাস চালাতে শর্ত দিল পরিবহণ দফতর, জারি হয়েছে নির্দেশিকা

বাস মালিকদের অভিযোগ, এই সমস্ত রুটগুলিতে টোটো এবং অটোচালকদের যাত্রী টেনে নেওয়ার প্রবণতা থাকায় বাসগুলিতে যাত্রী হয় না। তাই সেখানে লোকসানে বাস চালাতে নারাজ মালিকরা। এদিকে, একাধিক নতুন রুটে বাস চালানোর পারমিট দিতে চাইছে রাজ্য পরিবহণ দফতর। কিন্তু, যাত্রী না হওয়ার আশঙ্কায় বাস মালিকেরা সেই পারমিট নিতে চাইছেন না।

মালিকদের অভিযোগ, শুধু মাত্র অটো এবং টোটোর কারণে কমপক্ষে ৩৫টি রুট প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। তাদের আশঙ্কা অক্টোবরের পর আরও বহু রুটে বাস কমে যাবে। তারফলে সেই সংখ্যাটা অর্ধেক হয়ে যাবে। তাই সেক্ষেত্রে অবিলম্বে প্রশাসনকে হস্তক্ষেপ করতে হবে। অটো এবং টোটোর ফলে ক্ষতিগ্রস্ত হওয়া বাস রুটগুলির অন্যতম হল হাওড়ার চ্যাটার্জি হাট। একসময় হাওড়ার চ্যাটার্জিহাট থেকে ধর্মতলা পর্যন্ত ৫৮ নম্বর রুটে ২০টি বাস চলত। তবে বর্তমানে একটিও বাস চলে না। এছাড়া, রামরাজাতলা থেকে ধর্মতলা পর্যন্ত ৫২ নম্বর রুটে আগে ৩৫টি বাস চলত। বর্তমানে সেখানে শুধু ১০টি বাস চলে। ডোমজুড়-হাওড়া রুটে আগে ৩০টি বাস চলত । এখন কোনও বাস চলে না। এছাড়াও উত্তর ২৪ পরগনার একাধিক বাস রুট ক্ষতিগ্রস্ত হয়েছে। কলকাতায় মিনি বাসও ক্ষতিগ্রস্ হতে বসেছে। যাদবপুর-এয়ারপোর্ট, জয়েনপুর-অরবিন্দ সেতু আরও বহু রুটে মিনিবাস কমতে শুরু করেছে। অন্যদিকে, একাধিক রাস্তায় অটোর বাড়বাড়ন্তের ফলে যানজট তৈরি হচ্ছে।

এবিষয়ে বাস চালকের সংগঠনগুলির দাবি, অবিলম্বে অটো এবং টোটো নিয়ন্ত্রণ করতে হবে। তা না হলে আরও বহু বাস বসে যাবে এ নিয়ে সরকারের হস্তক্ষেপ করা উচিত। ‘শহরের মূল রাস্তায় অটো-টোটো বাড়লে গণপরিবহণ ব্যাপকভাবে ধাক্কা খাবে।বাসমালিকদের দাবি, অবিলম্বে বেআইনি অটো আটকাতে হবে।

বাংলার মুখ খবর

Latest News

বিনীত গোয়েলকে কী শাস্তি দেওয়া যায়? মোদীর মন্ত্রকের কাছে জানতে চাইল হাইকোর্ট জয়সূর্যের সঙ্গে লঙ্কা বোর্ডের নতুন চুক্তি! তারকার হাতেই দলের কোচিং দায়িত্ব ধর্ষণকে ‘বিচ্ছিন্ন’ ঘটনা বলে বিতর্কে, পুজো উদ্বোধনে গিয়ে সৌরভ বললেন, ‘এই শেষ…’ 'টেক্কায় আইটেম সং আছে?' প্রশ্ন শুনেই হেসে খুন দেব! কেন বললেন, ‘ভুল জায়গায়…’ সিজন চেঞ্চের সর্দি-কাশির মুশকিল আসান শিউলি, মেকআপেও হয় ব্যবহৃত! পুজোয় ৬ দিন বাণিজ্য বন্ধ থাকবে হিলি স্থলবন্দরে, আলু পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা চুপি চুপি বিয়ে সারলেন 'আলোর কোলে'র 'আলো' অভিনেত্রী স্বীকৃতি মজুমদার, পাত্র কে? করণের বিরুদ্ধে অভিযোগ এনেই সাফাই ভাসান বালার! বললেন, ‘গাঙ্গুবাইয়ের পর থেকে…’ এবার পুজোয় অষ্টমীর তারিখ নিয়ে আছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ ও শুভ সময় হাসপাতালে রতন টাটা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কারণ জানালেন নিজেই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.