বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > MR vaccination drive: হাম-রুবেলার টিকাকরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেনি বহু স্কুল, পিছিয়ে কলকাতা

MR vaccination drive: হাম-রুবেলার টিকাকরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেনি বহু স্কুল, পিছিয়ে কলকাতা

হামের টিকাকরণ কর্মসূচি চলছে রাজ্যে। প্রতীকী ছবি

কলকাতার অন্তত ১১৭টি বেসরকারি স্কুল টিকাকরণ কর্মসূচিতে অংশ নেয়নি। রাজ্য এখনও পর্যন্ত প্রায় ১.৪ কোটি শিশুকে হাম রুবেলার টিকা দেওয়া হয়েছে। ২.৩ কোটি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। গোটা রাজ্যের নিরিখে শতকরা ৬০ শতাংশ এই টিকাদান সম্পন্ন হলেও কলকাতায় সেই হার হল ৫০ শতাংশ। 

রাজ্যে ৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে হাম রুবেলার টিকাকরণ। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু–কিশোরদের দেওয়া হচ্ছে এই টিকা। এই টিকাকরণ অভিযানে বাংলার জেলাগুলিতে ভালো কাজ হলেও কলকাতা অন্যান্য জেলার থেকে অনেকিতাই পিছিয়ে রয়েছে। এর কারণগুলির মধ্যে একটি হল বেশ কয়েকটি বেসরকারি স্কুল এই টিকাকরণে অংশ নেয়নি।

সূত্রের খবর, কলকাতার অন্তত ১১৭টি বেসরকারি স্কুল টিকাকরণ কর্মসূচিতে অংশ নেয়নি। রাজ্য এখনও পর্যন্ত প্রায় ১.৪ কোটি শিশুকে হাম রুবেলার টিকা দেওয়া হয়েছে। ২.৩ কোটি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। গোটা রাজ্যের নিরিখে শতকরা ৬০ শতাংশ এই টিকাদান সম্পন্ন হলেও কলকাতায় সেই হার হল ৫০ শতাংশ। প্রায় ৬ লক্ষ শিশুকে টিকা দেওয়া হয়েছে কলকাতায়। যেসমস্ত স্কুল টিকাদানে সম্মতি দেয়নি সেগুলি হল–সেন্ট জেমস এবং প্র্যাট মেমোরিয়াল ইত্যাদি স্কুল। ওই সমস্ত স্কুল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে রাজ্য।

কেন টিকদানে অনুমতি দেওয়া হয়নি? সে বিষয়ে সেন্ট জেমসের অধ্যক্ষ টি আয়ারল্যান্ড বলেছেন, ‘এখন স্কুলে পরীক্ষা চলছে, দ্রুত বোর্ড পরীক্ষা শুরু হতে চলেছে। তাই আমরা এখন টিকাদানে অংশ নিতে চাইছি না। পরীক্ষা শেষ হয়ে গেলে আমরা এনিয়ে ভাবব।’ প্র্যাট মেমোরিয়াল কর্মকর্তারা দাবি করেছেন, তাদের স্কুলে এখন বিভিন্ন অনুষ্ঠান চলছে। আবার কিছু স্কুল দাবি করেছে, অভিভাবকরা টিকাদানে ইচ্ছুক নন। আবার সেন্ট লরেন্সের মতো অনেক বেসরকারি স্কুল এই টিকাদান কর্মসূচিতে অংশ নিয়েছে। ওই স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘আমাদের স্কুলের ১,৬৪৮ শিক্ষার্থীর মধ্যে ১,২২২ জনকে টিকা দেওয়া হয়েছে।’

 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন