বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Price Hike: মাসের শেষে পকেট গড়ের মাঠ, ভাইফোঁটার চড়া বাজারদরে আপ্যায়নই চ্যালেঞ্জ

Price Hike: মাসের শেষে পকেট গড়ের মাঠ, ভাইফোঁটার চড়া বাজারদরে আপ্যায়নই চ্যালেঞ্জ

আগুন দামে পকেট পুড়ছে মধ্যবিত্তের।

ভাইফোঁটা উপলক্ষ্যে যাদবপুর, বউবাজার, ধর্মতলা এবং বেথুন কলেজের পাশে প্রাচীন মিষ্টির দোকানগুলি সেজে উঠেছে। রসগোল্লা, গজা, অমৃতি থেকে হরেকরকম সন্দেশ সাজিয়ে তোলা হয়েছে। কড়াপাকের সন্দেশ, সুগার ফ্রি সন্দেশের চাহিদাও তুঙ্গে। তবে দামের তুলনায় আকার ছোট হয়ে গিয়েছে বলে মত অনেকেরই।

একমাসে সব পুজো। আর তার জেরে খরচও হয়েছে মধ্যবিত্ত মানুষজনের। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজোর পর একই মাসে ভাইফোঁটা। কিন্তু ততক্ষণে অক্টোবর মাস শেষের পথে। সুতরাং পকেট প্রায় গড়ের মাঠ। তাহলে কি আতিথেয়তায় কার্পণ্য করতে হবে?‌ পঞ্জিকা মতে, ভাইফোঁটার দ্বিতীয়া তিথি শুরু বুধবার দুপুর থেকে। আবার শুক্লপক্ষের রীতি মেনে বৃহস্পতিবারই ভাইয়ের মঙ্গল কামনায় ফোঁটা দেবেন বোনেরা। আর কলকাতার বাজারগুলিতে সব জিনিসেরই দাম বেশ চড়া।

কেমন প্রভাব পড়েছে বাজারে?‌ উত্তর কলকাতার হাতিবাগান থেকে নিউ মার্কেট বা দক্ষিণ কলকাতার গড়িয়াহাট—সর্বত্র ঢিমেতালে চলছে কেনাকাটা। ভিড় দেখা গেল না। তবে শপিংমলগুলিতে একটু ভিড় দেখা গিয়েছে। তাহলে কি বাঙালি মুখ ফেরাচ্ছে পুরনো বাজারগুলি থেকে? এই বিষয়ে কিছু দোকানদাররা বলছেন, ‘শপিং মলে ভিড় মানেই যে সবাই কেনাকাটা করছেন তা নয়। ওখানে কেউ সিনেমা দেখতে যান আবার কেউ খেতেও যান। সেখানে যাঁরা কেনাকাটা করেন, তাঁদের বেশিরভাগই আমাদের খরিদ্দার নন। আমাদের কাছে যাঁরা কিনতে আসেন, তাঁদের বড় অংশের চলে মাস মাইনে থেকে। ভাইফোঁটা পড়েছে মাসের শেষে। তাই কাস্টমারদের আনাগোনা কম।’

আর কী দেখা যাচ্ছে?‌ ভাইফোঁটা উপলক্ষ্যে যাদবপুর, বউবাজার, ধর্মতলা এবং বেথুন কলেজের পাশে প্রাচীন মিষ্টির দোকানগুলি সেজে উঠেছে। রসগোল্লা, গজা, অমৃতি থেকে হরেকরকম সন্দেশ সাজিয়ে তোলা হয়েছে। কড়াপাকের সন্দেশ, সুগার ফ্রি সন্দেশের চাহিদাও তুঙ্গে। তবে দামের তুলনায় আকার ছোট হয়ে গিয়েছে বলে মত অনেকেরই। দোকানিরা বলছেন, চিনির দাম বেড়েছে। তাই মিষ্টিরও দাম বেড়েছে।

বাজারে কেমন দর যাচ্ছে?‌ কোলে মার্কেটের গেটের মুখে ক্যাপসিকাম নিয়ে বসেছিলেন এক বিক্রেতা। পাঁচ কেজির দাম হাঁকলেন ৪৫০ টাকা। অর্থাৎ পাইকারি দরই ৯০ টাকা। বাজারে কাঁচা আম কেজি প্রতি ১৪০ টাকা, বিনস ৭০ টাকা, ডাঁটা ১০০ টাকা, মটরশুঁটি ২০০ টাকা, নতুন আলু ৪০ টাকা আর বেগুন ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। খোলা বাজারে এগুলির দাম আজ বুধবার থেকে দ্বিগুণ হচ্ছে। ফ্রায়েড রাইস বা অন্য কোনও বাহারি পদ রাঁধতে এই উপকরণগুলি যে অতি জরুরি। মাছের বাজারে পাবদা, গুরজালি বা পমফ্রেটের দর ৫০০ টাকা কেজি দর। আর গলদা চিংড়ি ৬০০ থেকে ৮০০ টাকা। ভেটকির ফিলে হাজার টাকার নীচে নেই। মুরগির দর শুধু ২৫০ টাকার আশপাশে।

বাংলার মুখ খবর

Latest News

লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই ‘‌আমার বাংলায় একসঙ্গে সবাই যেন ভাল থাকতে পারি’‌, ব্যান্ডেজ নিয়ে ইফতারে মমতা নতুন প্রজন্মের অভিনেতাদের কটাক্ষ রচনার, স্ট্রাগলের কথা মনে করে বললেন কী?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.