বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Fire At Rabindra Sadan: খাস কলকাতায় বিধ্বংসী আগুনে আলোড়ন, রবীন্দ্রসদন এলাকায় দমকলের ৬টি ইঞ্জিন

Fire At Rabindra Sadan: খাস কলকাতায় বিধ্বংসী আগুনে আলোড়ন, রবীন্দ্রসদন এলাকায় দমকলের ৬টি ইঞ্জিন

এক্সাইড মোড়ে টায়ারের গুদামে ভয়াবহ আগুন

এদিন সপ্তাহের শুরুতে এক্সাইড মোড়ের মতো ব্যস্ত এলাকায় আগুন লাগার ফলে যানজট তৈরি হয়। এতে নাকাল হতে হয় নিত্যযাত্রীদের। বেশ কিছুক্ষণ দক্ষিণ থেকে মধ্য কলকাতায় আসার বাস ওই রুটে নিয়ন্ত্রণ করতে হয়। ভিতরে ঢুকে তিনজনকে উদ্ধার করে নিয়ে আসেন দমকলকর্মীরা।

আজ, সোমবার সকালে রবীন্দ্রসদনের কাছে ভয়াবহ আগুন লেগেছে বলে খবর। ঠিক এক্সাইড মোড়ে টায়ারের গুদামে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। তাতে সবাই আতঙ্কিত হয়ে পড়েছেন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। আর তার জেরে ছড়িয়েছে তীব্র আতঙ্ক। আগুন নেভাতে ইতিমধ্যেই পৌঁছে গিয়ে দমকলের ৬টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভাতে লড়াই চালাচ্ছেন দমকল বাহিনী। এই আগুনে আটকে থাকতে পারেন কেউ বলেও আশঙ্কা করছে দমকল। রবীন্দ্রসদন মেট্রো স্টেশনের কাছে এই ঘটনা ঘটেছে।

ঠিক কী ঘটেছে রবীন্দ্র সদনে?‌ স্থানীয় সূত্রে খবর, আজ, সোমবার রবীন্দ্র সদনের কাছে একটি টায়ারের গুদামে আগুন লাগে। তবে মুহূর্তের মধ্যে সেই আগুন ভয়াবহ আকার ধারণ করেছে। দাউদাউ করে আগুনের লেলিহান শিখা জ্বলতে থাকে। টায়ারের গুদামটিতে একাধিক সংস্থার অফিস এবং ফ্ল্য়াট রয়েছে। অগ্নিকাণ্ডের জেরে ভিতরেই আটকে পড়েন কয়েকজন। ওই শোরুমে এক প্রৌঢ় আটকে রয়েছেন বলে খবর মিলেছে।

দমকল ঠিক কী বলছে?‌ দমকল সূত্রে খবর, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। তবে আগুন পুরোপুরি আয়ত্তে আনার পর পূর্ণাঙ্গ তদন্ত হবে। এখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল না বলে অভিযোগ। দাহ্য বস্তু টায়ারের শোরুমে থাকায় আগুন ছড়িয়ে পড়তে সহজ হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছেন দমকলকর্মীরা। তাঁরাই মাস্ক পরে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ভিতরে ঢোকেন। আটকে পড়া কয়েকজনকে তাঁরাই উদ্ধার করেছেন। তিনতলা বাড়ির নীচে থাকা ওই গুদামটির উপরে দুটি তলায় ক্ষতি হয়েছে।

আর কী জানা যাচ্ছে?‌ এদিন সপ্তাহের শুরুতে এক্সাইড মোড়ের মতো ব্যস্ত এলাকায় আগুন লাগার ফলে যানজট তৈরি হয়। এতে নাকাল হতে হয় নিত্যযাত্রীদের। বেশ কিছুক্ষণ দক্ষিণ থেকে মধ্য কলকাতায় আসার বাস ওই রুটে নিয়ন্ত্রণ করতে হয়। ভিতরে ঢুকে তিনজনকে উদ্ধার করে নিয়ে আসেন দমকলকর্মীরা। অগ্নিকাণ্ডের জেরে আটকে পড়েছিলেন বিশেষ চাহিদাসম্পন্ন এক ব্যক্তিও। তাঁকেও প্রথমে উদ্ধার করে বাড়িটির ছাদে নিয়ে যান দমকলকর্মীরা। আগুন যাতে ছড়িয়ে যাতে না পড়ে সেদিকে খেয়াল রেখেই চলে নেভানোর কাজ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup