পুরসভার আইন বলছে কলকাতায় খাটাল বেআইনি। তারপরেও দিনের পর দিন শহরের বিভিন্ন প্রান্তে গোপনে চলছে খাটাল। এরফলে খাটালের বর্জ্য পদার্থ গিয়ে পড়ছে নর্দমায়, আর তাতে নর্দমা বুজে গিয়ে নিকাশির সমস্যা হচ্ছে। শুধু তাই নয়, গবাদি পশুর বর্জ্য পদার্থ গিয়ে পড়ছে খাল বা ভেড়ির জলে। তারফলে সমস্যায় পড়ছেন সাধারণ নাগরিক ও মৎস্যজীবীরা। শহরে খাটাল নিয়ন্ত্রণে একাধিবার তৎপর হয়েছে পুরসভা। তারপরও বন্ধ করা যাচ্ছে না খাটাল। টক টু মেয়রে প্রায়ই এই ধরনের অভিযোগ পাচ্ছেন ফিরহাদ হাকিম। এবার বেআইনি খাটাল নিয়ন্ত্রণে কলকাতা পুলিশের দিকে দায় ঠেললেন ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, এবিষয়ে দায়িত্ব কলকাতা পুলিশের ক্যাটল ডিভিশনের।
আরও পড়ুন: চাঁদা হিসেবে দুধ চাওয়া নিয়ে ঝামেলা, খাটাল কর্মী-ক্লাবের সদস্যদের মারপিট, জখম ৮
জানা গিয়েছে, কলকাতা পুরসভা এলাকার মধ্যে খাটাল থাকার কোনও নিয়ম নেই। তবে সংযোজিত এলাকার অনেক জায়গায় খাটাল রয়েছে। সেগুলি গোপনে চলছে। একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে সম্প্রতি ফিরহাদ হাকিম বলেছেন, যদি পুর এলাকার কোথাও গোপনে খাটাল চলে তবে তা সরিয়ে দেওয়ার বিষয়ে পুরসভার কিছু করার নেই। এ বিষয়ে কলকাতা পুলিশের ক্যাটল ডিভিশনকেই দায়িত্ব নিতে হবে। কেন পুরসভা খাটাল সরানোর বিষয়ে উদ্যোগী হবে না সেবিষয়ে মেয়রকে প্রশ্ন করা হয়েছিল। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ফিরহাদ হাকিম একথা জানান। তিনি আরও জানান, কলকাতা শহরে খাটাল রয়েছে কিনা সে বিষয়টি তাঁর জানা নেই। তবে খাটাল সংক্রান্ত কোনও অভিযোগ কলকাতা পুরসভায় আসলে সেটি কলকাতা পুলিশের ক্যাটল ডিভিশনে পাঠিয়ে দেওয়া হয়। কেউ সরাসরি লালবাজারে অভিযোগ জানাতে পারেন।
আনন্দপুর, কাশীপুর, উল্টোডাঙা, বেহালা, তোপসিয়া, তিলজলা প্রভৃতি এলাকায় খাটালের সমস্যা নিয়ে দীর্ঘদিনের অভিযোগ সেখানকার বাসিন্দাদের। অনেকেই টক টু মেয়রে ফোন করে খাটাল নিয়ে অভিযোগ জানান। তাদের অনেকের অভিযোগ, নর্দমায় খাটালের বর্জ্য জমে থাকার ফলে জল বের হচ্ছে না। আর সেই জল জমে খাটালের বর্জ্য ভেসে বেড়াচ্ছে। এরফলে দুর্গন্ধে ভরে যাচ্ছে গোটা এলাকা। বাসিন্দারা অভিযোগ করেছেন, গরু-মহিষের বর্জ্য পদার্থের দুর্গন্ধে কার্যত সেখানে থাকা তাদের পক্ষে অসম্ভব হয়ে উঠছে। বারবার বলা সত্ত্বেও কোনও কাজ হচ্ছে না।
তাছাড়া আরও অভিযোগ, এর পিছনে এক শ্রেণির ব্যবসায়ীর অভিসন্ধি রয়েছে। খাটালের বর্জ্যে আস্তে আস্তে বেশ কিছু জলাশয় বুজে যাচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এই অবস্থায় গত কয়েক বছর ধরে শহরের বুকে কীভাবে বেআইনি খাটাল তৈরি হচ্ছে? তাই নিয়ে এখন উঠছে প্রশ্ন। সে বিষয়ে পুরসভার নজরদারির অভাবের অভিযোগ তুলেছেন স্থানীয়দের একাংশ। এর আগেও খাটাল নিয়ন্ত্রণে পদক্ষেপ করেছে পুরসভা। কিন্তু, বারবার অভিযোগ পেয়ে ক্ষুব্ধ হয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।