বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > মেয়র হয়েও 'বিভ্রান্ত', কর বকেয়া খোদ ফিরহাদের! বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা

মেয়র হয়েও 'বিভ্রান্ত', কর বকেয়া খোদ ফিরহাদের! বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা

ফিরহাদ হাকিম।

সম্পত্তি কর বকেয়া খোদ মেয়র ফিরহাদ হাকিমের, নিজে মুথেই অকপটে সেকথা স্বীকার করলেন তিনি।

কলকাতা পুরনিগম এলাকার অধীনে থাকা সম্পত্তির মালিকদের কাছে এতদিন ভাগে ভাগে যেত সম্পত্তি করের বিল। এর জেরে বিভ্রান্ত হন সাধারণ নাগরিক। এই আবহে এবার বড় ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম। শনিবার মেয়র জানান, ১ মার্চ থেকে সম্পত্তি করের বিল একসাথেই যাবে।

এর আগে সাপ্লিমেন্টারি আউটস্ট্যান্ডিং বিল, লেটার অফ ইনডেন্ট, পিরিওডিক ডিমান্ডস আলাদা আলাদা যেত সম্পত্তির মালিকদের কাছে। একটি বিল মেটালে অনেকেই ভাবত এই বুঝি করের পুরো টাকা মেটানো হয়ে গিয়েছে। তবে বিলের অন্য ভাগ গেলে আবার দেখা যেত যে কর এখনও বকেয়া। এতে বিভ্রান্ত হতেন সাধারণ নাগরিক। এই আবহে এবার মেয়র বলেন, ‘সম্পত্তি করের বিলে সরলীকরণ করা হবে। একটি বিল তৈরি করে নাগরিকদের বাড়িতে তা পাঠানো হবে মার্চ মাস থেকে।’

ফিরহাদ হাকিম এদিন সাংবাদিকদের জানান, ভাগে ভাগে বিল যাওয়ায় সম্পত্তি কর নিয়ে নিজেও বিভ্রান্ত হতে হত মেয়রকে। তিনি বলেন, ‘সাধারণ মানুষ তো বুঝতেই পারেন না এত ভাগে বিল কেন? আমি নিজেও বুঝতে পারতাম না। আমাকে একদিন বলা হল, আমার কর বাকি। আমি টাকা দিলাম। এরপর দেখাল ট্যাক্স মিটিয়ে দিয়েছি। কিন্তু কিছুদিন পর আবার দেখি কর বাকি রয়েছে। কলকাতার মেয়র হয়ে আমি নিজেই বিভ্রান্ত হয়ে যাচ্ছিলাম যে রোজ রোজ কীভাবে আলাদা আলাদা করের বিল আসতে পারে। এরপর আমি কমিশনারকে বললাম। নতুন ব্যবস্থায় একটাই বিল হবে। তাতে সমস্ত কিছু থাকবে। এতে মানুষ আর বিভ্রান্ত হবেন না।’

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীনের মহাসপ্তমী কেমন কাটবে? জানুন রাশিফল বৃহস্পতিতে ১০ জেলায় সতর্কতা জারি, কলকাতায় কখন বৃষ্টি নামবে? পরে আরও ভাসবে বাংলা? সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মহাসপ্তমী? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাসপ্তমী? জানুন রাশিফল এক ‘ঘায়ে’ কুপোকাত গুন্ডা! রতন টাটার মতো সাহসী আর বীর শিল্পপতি কমই এসেছেন বসন্ত এসেছিল তাঁর জীবনেও, ৪ বার বিয়ে ভেস্তে যায় রতন টাটার! কে ছিলেন প্রেমিকা ‘সমাজের অপূরণীয় ক্ষতি হল’, ‘ভালো মানুষ’ রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ মোদী ও মমতা প্রয়াত রতন টাটা! তাঁর সম্পর্কে এই ১০টি তথ্য জানলে শ্রদ্ধা অনেকটাই বেড়ে যাবে যুগের অবসান কর্পোরেট জগতে, প্রয়াত রতন টাটা, চিরকাল থেকে যাবেন ‘রতন’ হয়েই ‘এই প্রথম দুর্গাপূজা.... ষষ্ঠীর দিন নতুন জামা পরলাম না’, কথা রাখলেন সুদীপ্তা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.