বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > MBBS: খারিজ হল এমবিবিএসের মেধা তালিকা, আদালতে বড় ধাক্কা রাজ্যের

MBBS: খারিজ হল এমবিবিএসের মেধা তালিকা, আদালতে বড় ধাক্কা রাজ্যের

এমবিবিএসের মেধা তালিকা নিয়েও এবার অসংগতির অভিযোগ(Pic for representation)

এবার ফের সামনে আসছে রাজ্যে এমবিবিএসের মেধা তালিকায় অসংগতির অভিযোগ। আগামী এক সপ্তাহের মধ্যে নিয়ম মেনে নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

এসএসসি কেলেঙ্কারি নিয়ে কার্যত লেজেগোবরে অবস্থা রাজ্য সরকারের। তার মধ্যে এবার এমবিবিএসের মেধা তালিকা নিয়ে আদালতে বড় ধাক্কা খেল রাজ্যসরকার। এমবিবিএসের মেধাতালিকা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আসলে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়াদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু মেধা তালিকা প্রকাশের ক্ষেত্রে সেই নিয়মকে বুড়ো আঙুল দেখানো হয়েছে বলে অভিযোগ। আর কার্যত তার জেরেই মেধাতালিকা বাতিল করা হয়েছে আদালতের তরফে।

তিস্তা দাস নামে একজন নিট পাস করেছিলেন। কিন্তু তাঁর দাবি দুঃস্থদের জন্য় ১০ শতাংশ সংরক্ষণের নিয়ম মানা হয়নি। মামলাকারীর তরফে আইনজীবী দাবি করেন, সংরক্ষণের নিয়ম মানা হয়নি। সেকারণে তাঁর মক্কেল যোগ্য হয়েও অনেক দূরে ভর্তির আসন পাচ্ছেন। সংরক্ষণের নিয়ম মানা হয়নি বলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ৩ হাজার ৪১৪জন প্রার্থীর মধ্যে ১০ শতাংশ দুঃস্থদের জন্য সংরক্ষণ হওয়ার কথা। কিন্তু সেই নিয়ম মেনে কাজ করা হয়নি বলে অভিযোগ তোলা হয়। মাত্র ৬ শতাংশ জনকে তালিকায় যোগ করা হয়েছে। এক্ষেত্রে ১০ শতাংশের নিয়মকে মানা হয়নি বলে অভিযোগ।

এদিকে এই বিতর্কের মধ্যে ফের সামনে আসছে তৃণমূল সাংসদ শান্তনু সেনের মেয়ের এমবিবিএসে ভর্তির প্রসঙ্গ। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেই সময় টুইট করে দাবি করেছিলেন শান্তনু সেনের মেয়ে বাবার আয় নিয়েও বিভ্রান্তিকর তথ্য দিয়েছিলেন। তাঁর নিটে ভর্তির যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। তবে তার পালটা জবাবও দিয়েছিলেন শান্তনু সেন।

তবে এবার ফের সামনে আসছে রাজ্যে এমবিবিএসের মেধা তালিকায় অসংগতির অভিযোগ। আগামী এক সপ্তাহের মধ্যে নিয়ম মেনে নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

 

বন্ধ করুন