বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Md Selim: ক্ষমতায় এলে দুর্নীতিতে উদ্ধার হওয়া টাকা মানুষকে বিলিয়ে দেব: মহম্মদ সেলিম

Md Selim: ক্ষমতায় এলে দুর্নীতিতে উদ্ধার হওয়া টাকা মানুষকে বিলিয়ে দেব: মহম্মদ সেলিম

মহম্মদ সেলিম। ফাইল ছবি

গতকাল গান্ধী মূর্তি পাদদেশে মহম্মদ সেলিম বক্তব্য পেশ করতে গিয়ে বলেন, ‘রাজ্যে শিক্ষা দুর্নীতি সহ বহু দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতি হওয়ার টাকা ফিরিয়ে এনে প্রত্যেকে এক লক্ষ টাকা করে দেওয়া হবে।’ উল্লেখ্য, কেন্দ্রে ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুরেই ক্ষমতায় এলে রাজ্যের মানুষকে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এসএসসি দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরে রাজ্যজুড়ে মিছিল করছে সিপিআইএম। রাজনৈতিক মহলের মতে, দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে হাতিয়ার করে আবার ঘুরে দাঁড়াতে চাইছে বামফ্রন্ট। গতকাল সেরকম একটি প্রতিবাদ মিছিলেই সিপিএমের রাজ্য সম্পাদক টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন।

গতকাল গান্ধী মূর্তি পাদদেশে মহম্মদ সেলিম বক্তব্য পেশ করতে গিয়ে বলেন, ‘রাজ্যে শিক্ষা দুর্নীতি-সহ বহু দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতি হওয়ার টাকা ফিরিয়ে এনে প্রত্যেকে এক লক্ষ টাকা করে দেওয়া হবে।’ উল্লেখ্য, কেন্দ্রে ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক একইভাবে দেশের কালো টাকা উদ্ধার করে তা সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু, তা না পারায় মোদীর প্রতিশ্রুতিকে ভাওতা বলেই আক্রমণ করেছেন বিরোধীরা। এই অবস্থায় মহম্মদ সেলিমের এই প্রতিশ্রুতি প্রশ্নের মুখে।

যদিও এ নিয়ে মহাম্মদ সেলিমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার কাছে টাকা নেই। আমি কোথায় টাকা পাব! তবে যেভাবে দুর্নীতি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এরকম প্রচুর টাকা রয়েছে। আমরা ক্ষমতায় আসলে সেই টাকা উদ্ধার করব এবং তারপর সেই টাকা বিলিয়ে দেব। প্রান্তিক মানুষকে সুবিধা দেওয়া হবে। পরে তা বাকিদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। মোদীর কথার সঙ্গে আমার কথার কোনও মিল নেই।’

গতকাল বামেদের মিছিলে ছিলেন বিমান বসু, স্বপন মজুমদার, নরেন চট্টোপাধ্যায় প্রমুখ নেতারা। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও ছিলেন মিছিলে। তিনি বলেন, ‘যারা যোগ্য তারা দিনের পর দিন বঞ্চিত হয়ে শীত, গ্রীষ্ম, বর্ষায় রাস্তার উপরে বসে অপেক্ষা করছে। আর কিছু লোক টাকা দিয়ে চাকরি করবে এরকম হতে পারে না। যোগ্য প্রার্থীদের চাকরি দিতে হবে এটাই আমাদের দাবি।’

বাংলার মুখ খবর

Latest News

KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে ‘স্ত্রী হিসেবে ০...’ প্রেম করে বিয়ে, তবুও কেন টিকল না রচনা-সিদ্ধান্তের সংসার?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.