বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Kolkata metro: কলকাতা মেট্রোয় জল জমা রুখতে ব্যবস্থা, সিমেন্ট দিয়ে বন্ধ করে দেওয়া হল ছিদ্র

Kolkata metro: কলকাতা মেট্রোয় জল জমা রুখতে ব্যবস্থা, সিমেন্ট দিয়ে বন্ধ করে দেওয়া হল ছিদ্র

কলকাতা মেট্রোয় জল জমা রুখতে ব্যবস্থা, সিমেন্ট দিয়ে বন্ধ করে দেওয়া হল ছিদ্র (saikat paul)

ঘূর্ণিঝড়ের পরেই মেট্রো স্টেশনের জল জমার কারণ খতিয়ে দেখতে পুরসভা এবং মেট্রোর ইঞ্জিনিয়াররা যৌথভাবে তদন্ত করেন। তারপর তারা রিপোর্ট দেন। সেই রিপোর্টে বলা হয়, স্টেশনের পরিসরের বাইরে কংক্রিটের পুরু ডায়াফ্রাম দেওয়ালে ফাটল ছিল। 

ঘূর্ণিঝড় রেমালের জেরে ভারী বর্ষণ হয়েছিল। কলকাতার রাস্তাঘাটে জল জমাটা সাধারণ ব্যাপার হলেও এরফলে গত ২৭ মে বৃষ্টিতে জল থৈ থৈ অবস্থা হয়েছিল পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে। সাধারণত বৃষ্টিতে কলকাতার পাতাল রেলের স্টেশনে এমন ছবি খুব একটা দেখা যায়নি। তবে রেমালের পরেই পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে জল জমার যে ছবি দেখা গিয়েছিল তা ছিল কার্যত উদ্বেগজনক। তা ঘিরে সেই সময় শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। জল জমার জন্য কার্যত পুরসভার দিকেই অভিযোগের আঙুল উঠিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। পালটা মেট্রোর ত্রুটিকে দায়ী করে পুরসভা। সেইমতো সমস্যার সমাধান করল মেট্রো।

আরও পড়ুন: কলকাতার তিন মেট্রো স্টেশনে থাকবে না বুকিং কাউন্টার, টিকিট কাটতে হবে নিজেদের

উল্লেখ্য, ঘূর্ণিঝড়ের পরেই মেট্রো স্টেশনের জল জমার কারণ খতিয়ে দেখতে পুরসভা এবং মেট্রোর ইঞ্জিনিয়াররা যৌথভাবে তদন্ত করেন। তারপর তারা রিপোর্ট দেন। সেই রিপোর্টে বলা হয়, স্টেশনের পরিসরের বাইরে কংক্রিটের পুরু ডায়াফ্রাম দেওয়ালে ফাটল ছিল। সেই ফাটল দিয়ে চুঁইয়ে জল ভেতরে ঢুকেছিল। সেটি কোনওভাবেই নিকাশি থেকে চুঁইয়ে আসা জল ছিল না। এরপরেই মেট্রোর তরফে দ্রুত ডায়াফ্রাম দেওয়ালের সমস্যা মেরামত করা হবে বলে জানানো হয়েছিল। তরল সিমেন্ট এবং রাসায়নিক মিশ্রণ ফাটলের মধ্যে পাঠিয়ে এই অংশ জমাট বাঁধানো হবে বলে জানানো হয়েছিল। এরপরই শুরু হয় কাজ। টানেলের প্রাচীর থেকে ছিদ্র বন্ধ করতে মেট্রো রেল পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের বিভিন্ন স্থানে গ্রাউটিং শুরু করে। ১৫ জুলাই পর্যন্ত ছিদ্রগুলি মেরামত করার জন্য প্রায় ৬৪৫ ব্যাগ সিমেন্ট ডি ওয়ালের ভিতরে প্রবেশ করানো হয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, জল ঢোকার জন্য পুরসভার নিকাশি এবং ম্যানহোলকেও দায়ী করেছিল মেট্রো কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, পলি জমা ছাড়াও তিনটি ছিদ্র ছিল ম্যানহলে। যাত্রী সুবিধার্থে মেট্রো এবং পুরসভা দুই পক্ষকে মিলিতভাবে কাজ করতে মেট্রোর তরফে বার্তা দেওয়া হয়। পরে পুরসভার তরফে যেমন পলি তোলা হয়। তেমনিই কাজ শুরু করে মেট্রো কর্তৃপক্ষ। কলকাতা মেট্রো ওয়েবসাইটের একটি অফিসিয়াল প্রেস বিবৃতি অনুযায়ী, পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের বিভিন্ন স্থানে গ্রাউটিং শুরু হয়েছে। ছিদ্র মেরামত করতে ৬৪৫ ব্যাগ সিমেন্ট ব্যবহার করা হয়েছে।

বাংলার মুখ খবর

Latest News

৭ অগস্ট স্বপ্ন ভেঙেছিল, ১ মাস পরে সেই ‘ডিসকোয়ালিফিকেশন’-র কারণে সোনা পেল ভারত! ২ মিনিটে ২ ঐতিহাসিক পদক ভারতের! ২০০ মিটারে সিমরান, জ্যাভেলিনে নভদীপ, মোট কত হল? 'পাপের ঘড়া উলটোয়, ২০ বছর সময় লাগল, সে লাগুক…',অরিন্দমকে নিয়ে বিস্ফোরক স্বস্তিকা UGC-NET কত নম্বর পেতে পারেন? মিলল আভাস, কীভাবে অ্যানসার কি চ্যালেঞ্জ করবেন? ইংল্যান্ডের ৩২৫ রানের জবাবে লড়ছে শ্রীলঙ্কা! ৯৩/৫ থেকে দ্বিতীয় দিনের শেষে ২১১/৫… 'বিয়ের পর থেকে পাইনি …' ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাঞ্চনের বিষয়ে কী বললেন শ্রীময়ী? শুধু একটা শব্দ ‘‌আসি’‌, নাড়িয়ে দিল লালবাজারকে, মহিলার প্রাণ বাঁচাল পুলিশ ভূটানে একান্তে স্ত্রী কোয়েলের সঙ্গে ছুটি কাটাচ্ছেন অরিজিৎ, সামনে এল ছবি... ৪ ইনিংসে ৩ অর্ধশতরান!কাজে এল না স্কটিশ ম্যাকমুলেনের ইনিংস! অজিরা সিরিজ জিতল ৩-০… গ্রামবাংলার মানুষের এবার আবাসের টাকা মিলতে চলেছে, নির্ভুল তালিকা তৈরির নির্দেশ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.