আরজি কর কাণ্ডের তদন্তের নামে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হয়েছেন কলকাতা পুলিশের টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। তাঁকে সিজিও কমপ্লেক্স থেকে বার করার সময় চটি দেখিয়ে বিক্ষোভে ফেটে পড়ে জনতা। কিন্তু পুলিশের বিরুদ্ধে এই গণবিক্ষোভের জন্য ঠিক এক মাস আগে সংবাদমাধ্যমকে কাঠগড়ায় তুলেছিলেন কলকাতার কোতয়াল বিনীত গোয়েল। বলেছিলেন, মিডিয়া অসৎ উদ্দেশ্য নিয়ে সংবাদ পরিবেশন করায় পুলিশের ওপর জনগণের অনাস্থা তৈরি হয়েছে।
আরও পড়ুন- হাসপাতালে ভর্তি হয়েও শেষ রক্ষা হল না, গ্রেফতার টালা থানার প্রাক্তন ওসি
পড়তে থাকুন - ‘সন্দীপের গ্রেফতারির খবর পাওয়ায় হয়তো আমাদের সঙ্গে মিটিংয়ের সাহস হয়নি’
গত ১৪ অগাস্ট রাতে আরজি কর মেডিক্যালে ভাঙচুরের পর গভীর রাতে সেখানে আসেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। পরিস্থিতি সামাল দেওয়ার পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া হাসপাতালের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে বিনীত গোয়েল বলেছিলেন, ‘এখানে যা হয়েছে তার কারণ অসৎ উদ্দেশে মিডিয়ার অপপ্রচার।’ রীতিমতো ধমকের সুরে সাংবাদিকদের পালটা বিনীত গোয়েল প্রশ্ন করেছিলেন, ‘কলকাতা পুলিশ কী করতে বাকি রেখেছে? এই ঘটনায় তারা সব করেছে। সমস্ত কিছু আমার নির্দেশ হয়েছে। কী ঘটেছে জানতে, তথ্যপ্রমাণ লোপাটে আমার লোকেরা দিন – রাত কাজ করেছেন। তারা সব থেকে গুরুত্বপূর্ণ প্রমাণগুলি সংগ্রহ করেছে। প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে।’
বিনীত গোয়েল বলেন, ‘অসৎ উদ্দেশে সংবাদমাধ্যমের করা প্রচারে কলকাতা পুলিশ জনগণের আস্থা হারিয়েছে। সেটা সোশ্যাল মিডিয়া হোক বা এই সংবাদমাধ্যম।’
আরও পড়ুন - ‘টালার সুস্থ ওসিকে ভরতি নেয়নি কেন? হাসপাতালের বিরুদ্ধে অ্যাকশনের নিদান দেন মমতা'
তিনি বলেছিলেন, ‘সব থেকে দুর্ভাগ্যের হল, উদ্দেশপ্রণোদিত ভাবে লাগাতার সংবাদ পরিবেশন চলছে। এটা অত্যন্ত দুঃখের। এই প্রচার কলকাতা পুলিশকে অন্ধকারে এনে দাঁড় করিয়েছে। আসলে যারা সব সময় শহরের মানুষের সঙ্গে রয়েছে। সংবাদমাধ্যম এই ধরণের প্রচার না চালালে আজকের রাতের ঘটনা ঘটত না।’