এবার রাজ্যে মেডিক্যালে ভর্তিতে NRI কোটা দুর্নীতির অভিযোগ তুলে সরকারি আমলাদের হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজীব সিনহা থেকে নারায়ণ স্বরূপ নিগম, যারাই এই দুর্নীতির সঙ্গে যুক্ত তারা ব্যাগ – বাক্স গোছান।
শুভেন্দুবাবু বলেন, ‘NRI কোটায় ১৭ সাল থেকে যে লুঠ হয়েছে তার প্রতীক্ষায় সবাই। ভারত সরকারের বিদেশ মন্ত্রকের NOC পর্যন্ত জাল করে ২ – ৩ কোটি টাকা করে এই মেডিক্যাল কলেজগুলোতে NRI কোটা বিক্রি করা হয়েছে। ১৭ সাল থেকে ২৩ সাল পর্যন্ত স্বাস্থ্যসচিব থেকে যারা DME ছিলেন। রাজীব সিনহা আর নারায়ণ স্বরূপ নিগম, আপনারা স্যুটকেস আর ব্যাগ গুছিয়ে রাখুনষ। আপনাদের সময় হয়ে গেছে। নতুন বছরটা ভালো যাবে না।’
NRI কোটায় দুর্নীতির অভিযোগের তদন্তে নেমে মঙ্গলবার রাজ্যের একাধিক বেসরকারি মেডিক্যাল কলেজে তল্লাশি চালায় ইডি। চিকিৎসকদের সংগঠনের আশঙ্কা, এই দুর্নীতি হয়ে থাকলে তা উদ্বেগের। এই ভাবে অযোগ্যরা যেমন চিকিৎসক হবেন তেমনই চিকিৎসক হয়ে সেবাদানের থেকে তার অগ্রাধিকারে থাকবে টাকা রোজগার। যার ফলে মারাত্মক পরিণতি হতে পারে রোগীদের। এভাবে কেউ চিকিৎসক হয়ে থাকলে অবিলম্বে তাকে সনাক্ত করে তার ডিগ্রি ও রেজিস্ট্রেশন বাতিলের দাবি জানিয়েছে চিকিৎসকদের সংগঠন।