বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > সংশোধনাগার থেকে মুক্তি পেলেন মীনাক্ষী, নেত্রীকে নিয়ে মিছিলে বাধা পুলিশের

সংশোধনাগার থেকে মুক্তি পেলেন মীনাক্ষী, নেত্রীকে নিয়ে মিছিলে বাধা পুলিশের

মীনাক্ষী মুখোপাধ্যায়। ফাইল ছবি

গ্রেফতারির পর ধৃতদের আদালতে পেশ করলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ওদিকে যে পুলিশকর্মী আহত হয়েছেন বলে সরকার মীনাক্ষীদের জেল হেফাজত দাবি করেছিল তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।

আনিস খান মৃত্যুতে সিবিআই তদন্তের দাবিতে রাস্তায় নেমে গ্রেফতার মীনাক্ষী মুখোপাধ্যায়সহ ১৬ জন বাম নেতাকর্মী মঙ্গলবার সংশোধনাগার থেকে মুক্তি পেলেন। সোমবার তাঁদের জামিন মঞ্জুর করেছিল হাওড়া আদালত। মঙ্গলবার মুক্তির পর মীনাক্ষী বলেন, ‘বামপন্থীরা আন্দোলনে নামলেই জেলে যেতে হয়। এতে নতুন কিছু নেই।’

গত ২৬ ফেব্রুয়ারি আনিসের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবিতে হাওড়ার আমতায় পুলিশ সুপারের অফিস অভিযান করে বাম ছাত্র – যুবরা। পুলিশ পথে বাধা দিলে ধুন্ধুমার বাঁধে। পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে আন্দোলনকারীরা। পালটা কাঁদানে গ্যাসের সেল ছোড়ে পুলিশ। বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থেকেই মীনাক্ষী মুখোপাধ্যায়সহ ১৬ জনকে গ্রেফতার করে পুলিশ। তার পরই তাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ করে পুলিশ।

মীনাক্ষী ও গ্রেফতার হওয়া অন্যান্য বাম কর্মীদের বিরুদ্ধে প্রায় ২ ডজন মামলা দেয় পুলিশ। যার বেশ কয়েকটি জামিন অযোগ্য। এমনকী মীনাক্ষীর বিরুদ্ধে পুলিশ বোমা ছোড়ার অভিযোগ এনেছে বলে দাবি পরিবারের।

গ্রেফতারির পর ধৃতদের আদালতে পেশ করলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ওদিকে যে পুলিশকর্মী আহত হয়েছেন বলে সরকার মীনাক্ষীদের জেল হেফাজত দাবি করেছিল তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। এর পর বিধি মেনে তাঁর চিকিৎসার নথি সঙ্গে সঙ্গে আদালতে জমা দেয়নি পুলিশ। যার ফলে গত শুক্রবার মীনাক্ষীদের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। সোমবার ফের জামিনের মামলার শুনানিতে ১০ দিনের মাথায় ধৃতদের জামিন দেন বিচারক।

জামিনের নথি মঙ্গলবার আলিপুর মহিলা সংশোধনাগারে পৌঁছয়। এর পর শুরু হয় মীনাক্ষীকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া। সংশোধনাগার থেকে বেরনোর পর মীনাক্ষীকে নিয়ে রাসবিহারীতে মিছিল বার করেন বাম ছাত্র-যুবরা। পুলিশ তাদের বাধা দেয় বলে অভিযোগ। মহিলা কর্মীদের চ্যাংদোলা করে গাড়িতে তেলো পুলিশ।

বাম নেতৃত্বের দাবি, নন্দীগ্রামে তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দিতা করায় মীনাক্ষীর ওপর প্রতিশোধ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

বন্ধ করুন