বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > কোভিডের মধ্যেও বড়দিনে রেকর্ড ভিড় মেট্রোয়, গত বছরের তুলনায় ৬ গুণ বেশি যাত্রী

কোভিডের মধ্যেও বড়দিনে রেকর্ড ভিড় মেট্রোয়, গত বছরের তুলনায় ৬ গুণ বেশি যাত্রী

 বড়দিনে রাস্তায় মানুষের ঢল। (প্রতীকী ছবি: পিটিআই) (PTI)

এ বছর বড়দিনে মেট্রোতে রেকর্ড ভিড় হল যাত্রীদের। যা গত বছরের সংখ্যাকেও ছাপিয়ে গেল।

বড়দিনের উৎসবে জনজোয়ার দেখা গিয়েছে কলকাতার রাস্তায়। সর্বত্রই লক্ষ্য করা গিয়েছে মানুষের উপচে পড়া ভিড়। কোভিড পরিস্থিতির মধ্যেও এ রকম জনজোয়ার গত বছর দেখা যায়নি কলকাতায়। আর সেই সঙ্গে পাল্লা দিয়ে এ বছর বড়দিনে মেট্রোতেও রেকর্ড ভিড় হল যাত্রীদের। যা গত বছরের সংখ্যাকেও ছাপিয়ে গেল। মেট্রোর পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় এ বছর ২৫ ডিসেম্বর যাত্রীদের ভিড় ৬ গুণ বেশি হয়েছিল।

মেট্রো সূত্রের খবর, গত বছর বড়দিনে ৮৭ হাজারের কিছু বেশি যাত্রী হয়েছিল মেট্রোয়। লক্ষ্যণীয়ভাবে এ বছর তা ছাপিয়ে মেট্রোয় প্রায় ৪ লক্ষ ৩৪ হাজার যাত্রী হয়েছে। মেট্রোর পরিসংখ্যান অনুযায়ী, বড়দিনে সবচেয়ে বেশি যাত্রী ওঠা নামা করেছে দমদম মেট্রো স্টেশনে। সেই সংখ্যা প্রায় ৬০ হাজার। এ ছাড়াও এসপ্ল্যানেড এবং রবীন্দ্র সদন স্টেশনে যথাক্রমে ৪২ হাজার এবং ৩৩ হাজার যাত্রী ওঠা নামা করেছে।

মেট্রো কর্তৃপক্ষ আগেই অনুমান করেছিলেন, এবার কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে থাকার ফলে বড়দিনে যাত্রীদের ভিড় অন্যান্য বারের তুলনায় বেশি হবে। সেইমতোই প্রস্তুত ছিলেন মেট্রো কর্তৃপক্ষ। যাত্রীদের ভিড় সামাল দিতে এই স্টেশনগুলোতে অতিরিক্ত ৪টি করে টিকিট কাউন্টার খোলা হয়েছিল। পাশাপাশি, ব্যবস্থা ছিল অতিরিক্ত টোকেনের। বড়দিনে যাত্রীদের ভিড়ের কথা আঁচ করে শনিবার ১০টি মেট্রো বাড়িয়েছিলেন মেট্রো কর্তৃপক্ষ। সেই হিসেবে ২৩০টি মেট্রো চালানোর কথা থাকলেও ভিড় সামাল দিতে আরও ছ'টি অতিরিক্ত মেট্রো চালানো হয়েছে।

এ ছাড়াও, অপ্রীতিকর ঘটনা এড়াতে এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট এবং ময়দান মেট্রো স্টেশনে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা ছিল। অতিরিক্ত রেল পুলিশকর্মী নিয়োগ ছিল। মহিলা এবং শিশুদের নিরাপত্তার ওপর নজরদারির জন্য মোতায়েন ছিল মহিলা আরপিএফের বিশেষ দল। এ ছাড়াও, ভিড় যন্ত্রণার জন্য আলাদাভাবে মোতায়েন ছিল আরপিএফ।

প্রসঙ্গত, বড়দিনে যেভাবে ভিড় হয়েছে তাতে কোভিড এবং ওমিক্রন সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। 

বাংলার মুখ খবর

Latest News

'ওর মতে আমি…', নির্বাচনের আগেই আত্মবিশ্বাসী সায়নী! কী বললেন বন্ধু রাজ? হবে ঝড়বৃষ্টি, জারি সতর্কতা, এরই মধ্যে দক্ষিণবঙ্গে পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি সামনে গম্ভীর, পিছনে বিরাট- ‘আগুনে পেট্রোল’ ঢালল KKR! কী হবে ভেবে কাঁপছে নেটপাড়া ৬ বছরের ছোট শোভনের সঙ্গে প্রেম নিয়ে অকপট, বিয়ের কথা উঠতেই সোহিনী বললেন… কোরি অ্যান্ডারসনের সঙ্গে আমেরিকার জাতীয় দলে দুই 'ভারতীয়', জায়গা হল না উন্মুক্তের ভোটের আগেই জিতলেন মুখ্য়মন্ত্রী, অরুণাচলে খুশিতে ভাসছে বিজেপি আতঙ্কের নয়া নাম 'BIN অ্যাটাক', এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকদের মাথায় হাত KKR বধ করতে সবুজ পিচ তৈরি RCB-র, মাথায় হাত গম্ভীরের,কোন নাইট স্পিনার বাদ পড়বেন? ‘‌পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলাম’‌, বিজেপিতে ফিরে মুকুল সাক্ষাতে অর্জুন ‘মোদী ভাঁওতাবাজ’! আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.