বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Bowbazar metro tunnel: বউবাজারে সুড়ঙ্গের কাজে হাত দেওয়ার আগে ৩ বাড়ি খালি করার নোটিশ দিল মেট্রো

Bowbazar metro tunnel: বউবাজারে সুড়ঙ্গের কাজে হাত দেওয়ার আগে ৩ বাড়ি খালি করার নোটিশ দিল মেট্রো

বউবাজারে চলছে কাজ। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

দুর্গা পিতুরি লেন, গৌর দে লেন এবং স্যাঁকরাপাড়া লেনের তিনটি বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। মেট্রো সূত্রের খবর, ইস্ট ওয়েস্ট প্রকল্পের বউবাজার অংশে ভূগর্ভে সাড়ে চার মিটার কাজ এখনও বাকি রয়েছে। সেই অংশে বিপত্তির জন্য বউবাজার এলাকার একাধিক বাড়িতে ধস নামে।

বারবার বিপর্যয়ের জেরে থমকে ছিল বউবাজারে মেট্রোর কাজ। অবশেষে বউবাজারের দুর্গা পিতুরি লেনের মাটি পরীক্ষা করা সংস্থা কলকাতা মেট্রো রেল কর্পোরেশনকে পশ্চিমগামী সুড়ঙ্গের কাজ শুরু করতে বলেছে। তবে পুরনো বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে এবার সতর্ক হল মেট্রো রেল কর্তৃপক্ষ। একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য কাজ শুরু করার আগে এলাকার বাসিন্দাদের বাড়ি খালি করে দেওয়ার নোটিশ পাঠানো হয়েছে। সোমবার মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে এই নোটিশ পাঠানো হয়েছে।

মেট্রো সূত্রের খবর, দুর্গা পিতুরি লেন, গৌর দে লেন এবং স্যাঁকরাপাড়া লেনের তিনটি বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। মেট্রো সূত্রের খবর, ইস্ট ওয়েস্ট প্রকল্পের বউবাজার অংশে ভূগর্ভে সাড়ে চার মিটার কাজ এখনও বাকি রয়েছে। সেই অংশে বিপত্তির জন্য বউবাজার এলাকার একাধিক বাড়িতে ধস নামে। ওই চার মিটার অংশের কাজ দ্রুত শুরু করবে মেট্রো। কর্তৃপক্ষের আশঙ্কা, সেখানে কাজ করলে সেক্ষেত্রে বাড়িতে ফাটল দেখা দিতে পারে। তাই নোটিস পাঠিয়ে বাড়িগুলি খালি করার কথা বলা হয়েছে।

ইতিমধ্যেই ওই তিনটি বাড়ির ৪৫ জন বাসিন্দাকে বউবাজার এলাকার একটি হোটেলে থাকার ব্যবস্থা করে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তাতে অবশ্য বাড়ির বাসিন্দারা আপত্তি জানাননি। মেট্রো কর্তৃপক্ষ চাইছে আগামী দু'মাসের মধ্যে ওই কাজ শেষ করতে। উল্লেখ্য, ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জেরে ২০১৯ সালের ৩১ অগস্ট দুর্গা পিতুরি লেন এবং স্যাঁকরাপাড়া লেনের একাধিক বাড়িতে প্রথম ফাটল ধরেছিল। সেইসময় ক্ষতিগ্রস্ত বাসিন্দদের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছিল। 

কিন্তু পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে বিস্তর অভিযোগ আছে স্থানীয় বাসিন্দাদের। তারইমধ্যে চলতি বছর ১১ মে দুর্গা পিতুরি লেনের আরও কয়েকটি বাড়িতে ফাটল ধরেছিল। তা নিয়ে টালবাহানা চলেছিল। বৈঠকে বসেছিল রাজ্য সরকার এবং মেট্রো কর্তৃপক্ষ। সমীক্ষা করেছিলেন আইআইটির বিশেষজ্ঞরাও। কিন্তু তারপরও ফের ফাটল দেখা দেওয়ায় তৈরি হয় আতঙ্ক। কালীপুজোর ঠিক আগে বিপর্যয় আবার বিপর্যয় নাম বউবাজারেই। মেট্রোর টানেলে থেকে হু হু করে জল ঢোকার ফলে একের পর এক বাড়িতে ফাটল দেখা দেয়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন