বারবার বিপর্যয়ের জেরে থমকে ছিল বউবাজারে মেট্রোর কাজ। অবশেষে বউবাজারের দুর্গা পিতুরি লেনের মাটি পরীক্ষা করা সংস্থা কলকাতা মেট্রো রেল কর্পোরেশনকে পশ্চিমগামী সুড়ঙ্গের কাজ শুরু করতে বলেছে। আগামী ২ মাসের মধ্যে কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই। কাজ শুরু করার জন্য দুর্গা পিতুরি লেনের নিচে সুড়ঙ্গে যে কংক্রিটের ঢালাই দেওয়া হয়েছিল তা বাদ দেওয়া হচ্ছে।
পশ্চিমগামী সুড়ঙ্গ অসম্পূর্ণ ছিল। কারণ ২০১৯ সালের ৩১ অগস্ট এসপ্ল্যানেড থেকে টানেল বোরিং মেশিন দিয়ে খননের সময় বউবাজারে বিপর্যয় দেখা যায়। গত বছরের ১১ মে পশ্চিমগামী সুড়ঙ্গে ৯ মিটারের জন্য ঢালাই করা হচ্ছিল সেই সময় ঘটে বিপত্তি। বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দেয়। ২৭ জানুয়ারি কেএমআরসিএল মাটি পরীক্ষা শুরু করেছিল। অন্য মেশিনটি শিয়ালদহ পর্যন্ত খনন করে এবং পশ্চিমগামী সুড়ঙ্গের বাকি অংশটি সম্পূর্ণ করার জন্য ঘুরিয়ে দেওয়া হয়। কিন্তু, ৩৮ মিটার অংশের কাজ এখনও বাকি রয়ে গিয়েছে।
দুটি টিবিএম পুনরুদ্ধার করার জন্য একটি খাদ তৈরি করা হয়েছিল। ১১ মে যখন বিপর্যয় ঘটেছিল তখন কংক্রিট দিয়ে ঢালাই করা হয়েছিল। ৩ মিটার গভীর এই কংক্রিট অপসারণের জন্য ধীরগতিতে খনন কাজ করা হচ্ছে। টুকরোগুলি সরানোর পরে কাজ শুরু করা হবে। কেএমআরসিএলের কর্মকর্তারা জানিয়েছেন, পুরো সেতুর কাজ আগামী ৬০ দিনের মধ্যে শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup