বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Dumdum School:: মিড ডে মিলের মানে অসন্তোষ শিক্ষিকার, মারধরের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে

Dumdum School:: মিড ডে মিলের মানে অসন্তোষ শিক্ষিকার, মারধরের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে

মিড ডে মিল খাচ্ছে পডুয়ারা (প্রতীকী ছবি)

মতিঝিল গার্লস স্কুলের শিক্ষিকা গার্গী মুখোপাধ্যায়ের অভিযোগ, মিড ডে মিলে 'জঘন্য' খাবার দেওয়া হয়। আগে তিনি এই নিয়ে প্রতিবাদ জানিয়েছেন।

নিম্নমানের মিড ডে মিল দেওয়ার প্রতিবাদ করায় নিজের স্কুলেরই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে তাঁকে মারধরের অভিযোগ করলেন এক শিক্ষিকা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে দমদম মতিঝিল গার্লস স্কুলে। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষিকা।

মতিঝিল গার্লস স্কুলের শিক্ষিকা গার্গী মুখোপাধ্যায়ের অভিযোগ, মিড ডে মিলে 'জঘন্য' খাবার দেওয়া হয়। আগে তিনি এই নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। তাঁর কথায়, 'আগে পড়ুয়ারা খেত। এখন আর কেউ খেতে চায় না। বাথরুমের খারাপ অবস্থা নিয়ে আমি অভিযোগ জানিয়েছিলাম। কিন্তু উনি (প্রধান শিক্ষিকা) বললেন জমাদার খুঁজে নিয়ে আসুন।' তার পরই উত্তেজিত হয়ে ধাক্কা দিতে থাকেন প্রধান শিক্ষিকা পায়েল দে। এই সমস্ত বিষয় তিনি বোর্ডকে জানাবেন বলে সাংবাদমাধ্যমকে জানিয়েছেন ওই শিক্ষিকা।

অন্য দিকে প্রধান শিক্ষিকা এই মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন,'সব অভিযোগ মিথ্যা। কাউকে মারধর করা হয়নি। উল্টে আমাকে ঘেরাও করে রাখা হয়।' মতিঝিল গার্লস স্কুলের পরিচালন সমিতি সভাপতি অবশ্য শিক্ষিকার পাশেই দাঁড়িয়েছেন। সভাপতি তিমিরবরণ পাল বলেন,'এটি নিন্দনীয় ঘটনা। প্রধান শিক্ষিকাকে সাসপেন্ড করা হোক না হলে অন্যত্র পাঠিয়ে দেওয়া হোক।' শেষ খবর পাওয়া পর্যন্ত স্কুল কমিটির পক্ষ থেকে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ করা হয়নি। খবর পেয়ে শুক্রবার স্কুলে যান শিক্ষা দফতরের প্রতিনিধিরা। তাঁরা বিষয়টি নিয়ে খোঁজ খবর নেন।

বন্ধ করুন