বাংলার শ্রমিকদের কাজে লাগাতে আবাসন ব্যবসায়ীদের সম্মলেন আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ভিন রাজ্য কাজে গিয়ে একাধিক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। আবসন শিল্পপতিদের সম্মলনে তিনি এই আর্জি জানালেন, বাংলার শ্রমিকদের কাজের জন্য অন্য রাজে যেতে না হয়।
আবাসন শিল্প মালিকদের সংগঠন ক্রেডাইয়ের সম্মেলনে সোমবার মুখ্যমন্ত্রী বলেন,' রাজ্য ৪৪ লক্ষ দক্ষ শ্রমিক রয়েছে। ওরা প্রশিক্ষিত এবং দক্ষ। ওদের একটা তালিকা তৈরি করে আপনাদের হাতে তুলে দেব। সেখান থেকে নিয়োগ করতে পারেন। ওঁদের আর আলাদা করে প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন পড়বে না।'
ভিন রাজ্যে কাজে গিয়ে সম্প্রতি বেশ কয়েকজন পরিয়ায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। মিজোরামে রেলের নির্মায়মাণ ওভারব্রিজ ভেঙে বাংলার ২৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ভাবে একের পর পরিযায়ী শ্রমিকের মৃত্যু নানা প্রশ্ন তুলে দিয়েছে। বিরোধীরাও সরব হয়েছে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে। প্রশ্ন উঠেছে রাজ্য কি তবে কাজের অভাব? তাই কী পরিযায়ী শ্রমিকরা কাজের খোঁজে অন্যত্র চলে যাচ্ছে? পরিযায়ী শ্রমিক কল্যাণে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি পোর্টাল চালু করা হয়েছে। এছাড়া দুয়ারে সরকারেও পরিযায়ী শ্রমিকদের নাম তালিকাভুক্ত হচ্ছে।
(পড়তে পারেন। কারও কাছ থেকে এক কাপ চা খাইনি তাও আমার পরিবারকে ডিসটার্ব করছে: মমতা)
এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, 'ওঁরা যদি ফেরে তবে রাজ্যের মানুষ খুশি হবে। ওঁদের আমরা বোঝানোর চেষ্টা এখানে এলে থাকা-খাওয়া এবং যাতায়াতের খরচ অনেকটাই কমবে।'
রাজ্য সরকার আবাসন শিল্পের জন্য কী কী করেছেন তা এদিন সম্মলনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। সরকারের কাজে খুশি ক্রেডাইয়ের সদস্যরা সম্মেলনে সেকথা জানিয়েছেন সং গঠনের রাজ্য ও জাতীয় সভাপতিও।