বিধানসভাতেই কি না খোয়া গিয়েছে তৃণমূল বিধায়কের আই ফোন! এমনই অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে হুলুস্থুল পড়ল পশ্চিমবঙ্গ বিধানসভায়। পরে পার্ক স্ট্রিট থানার পুলিশ MLA হস্টেলে বিধায়কের ঘর থেকে উদ্ধার করল তাঁর ফোন। ঘটনায় বিড়ম্বনায় ভগবানগোলার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির।
বিতর্কিত মন্তব্য করায় তাঁর জুড়ি মেলা ভার। মুখ খুলে বারবার দলকে বিড়ম্বনায় ফেলেছেন তিনি। এবার ফোন চুরি যাওয়ার অভিযোগ তুলে নিজে পড়লেন বিড়ম্বনার মুখে।
মঙ্গলবার বিধানসভার অধিবেশন শুরুর কিছুক্ষণের মধ্যে হুমায়ুন কবির দাবি করেন, তাঁর আইফোনটি তিনি খুঁজে পাচ্ছেন না। বিষয়টি মার্শালদের জানান তিনি। হুমায়ুন দাবি করেন, MLA হস্টেল থেকে ১০টা ৪০ মিনিটে বিধানসভায় পৌঁছন তিনি। ১০টা ৪২ মিনিটে হাজিরা খাতায় সই করেন। এর পর জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের সঙ্গে কথা বলছিলেন তিনি। তখন তাঁর অন্য একটি ফোনে একটি কল আসে। কল ধরে কথা বলতে বলতে বিধানসভার অধিবেশন শুরুর বেল বাজে। সঙ্গে সঙ্গে লবিতে সোফা থেকে উঠে পড়েন হুমায়ুন। বিধানসভায় প্রবেশ করে নিজের আসনে বসেন তিনি। কিন্তু আইফোনটি লবিতেই ফেলে আসেন বলে দাবি করেন। ৫ মিনিট পরে নিজের আসনে ফিরে দেখেন ফোনটি সেখানে নেই।
ফোন খোয়া যাওয়ার অভিযোগ জানাতেই বিধানসভায় পৌঁছয় হেয়ার স্ট্রিট থানার পুলিশ। কিন্তু তারা কোনও সুরাহা করতে পারেননি। ওদিকে বিধানসভার লবি থেকে বিধায়কের ফোন চুরি যাওয়ার খবরে শোরগোল পড়ে যায়। তখন ময়দানে নামে পার্ক স্ট্রিট থানা। MLA হস্টেলে হুমায়ুনের ঘরে পৌঁছন আধিকারিকরা। সেখানে টেবিল থেকে উদ্ধার হয় তাঁর ফোনটি।