বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Crack in Bowbazar houses: বৌবাজারের বাড়ি ছাড়তে চাইছেন স্ত্রী-মেয়ে, উদ্বিগ্ন তাপস চাইছেন স্থায়ী সমাধান

Crack in Bowbazar houses: বৌবাজারের বাড়ি ছাড়তে চাইছেন স্ত্রী-মেয়ে, উদ্বিগ্ন তাপস চাইছেন স্থায়ী সমাধান

তাপস রায়।

খবর পেয়ে সকালেই তিনি পৌঁছে যান দুর্গা পিতুরি লেনে। এলাকা ঘুরে দেখেন তিনি। পরে তিনি বলেন, এই ঘটনায় এলাকার বাসিন্দাদের মতো আতঙ্কিত তাঁর স্ত্রী ও মেয়ে। উদ্বিগ্ন বিধায়ক ক্ষোভ প্রকাশ করেছেন মেট্রো রেল কর্তৃকপক্ষে বিরুদ্ধে।

প্রায় ১৫ বছরেরও বেশি সময় ধরে বৌবাজারের বাসিন্দা বিধায়ক তাপস রায়। শুক্রবার আবার সেই এলাকায় একাধিক বাড়িতে ফাটল ধরায় উদ্বিগ্ন তিনি। খবর পেয়ে সকালেই তিনি পৌঁছে যান দুর্গা পিতুরি লেনে। এলাকা ঘুরে দেখেন তিনি। পরে তিনি বলেন, এই ঘটনায় এলাকার বাসিন্দাদের মতো আতঙ্কিত তাঁর স্ত্রী ও মেয়ে। উদ্বিগ্ন বিধায়ক ক্ষোভ প্রকাশ করেছেন মেট্রো রেল কর্তৃকপক্ষে বিরুদ্ধে।

এলাকায় পৌঁছে তাপস রায় বলেন, 'মানুষ চায় একটি বাড়িতে পরিবার নিয়ে শান্তিতে ঘুমতে। সেখান এই উদ্বেগ নিয়ে কাটানো যন্ত্রণাদায়ক। মেট্রো রেলের কাজের জন্য এলাকার মানুষ গত তিন বছর ধরে নাজেহাল হচ্ছেন।' প্রসঙ্গত, ২০১৯ সালে যখন ফাটল দেখা গিয়েছিল সেই সময় তিনি ঘর ছাড়া হয়েছিলেন। কিন্তু এবার তাঁর স্ত্রী-মেয়ে চাইছেন বউবাজারের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে। বিধায়ক বলেন, 'আমার স্ত্রী-মেয়ে থাকতে চাইছে না। মেয়ে স্কুল থেকে আমায় মেসেজ করেছে। স্ত্রী ভাই, বন্ধু-বান্ধবদের এই কথা বলেছে।' তাঁর আরও সংযোজন, ' রাতে আমার স্ত্রী-মেয়ের ঘুম হবে না। আমার ছেলে বাইরে থাকে। আমি জানি তারও ঘুম হবে না। কারণ, সে বাবা-মায়ের কথা চিন্তা করবে।' বিধায়ক বলেন, 'এই পরিস্থিতিতে যাঁরা পড়েছেন তাঁরা জানেন বিষয়টি কত ভয়ঙ্কর। মেট্রো কর্তৃপক্ষ অবিলম্বে এর স্থায়ী সমাধান করুন।' শুক্রবার ভোরের দিক থেকে বউবাজারের দুর্গা পিতুরি লেনের পাশেই মদন দত্ত লেনের একাধিক বাড়িতে ফাটল দেখা দেখা দেয়। আতঙ্কিত বাসিন্দারা বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। মেট্রো কর্তৃপক্ষ ঘটনাস্থলে এলে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়েন। এলাকায় যান স্থানীয় পুর প্রতিনিধি বিশ্বরূপ দেও। ঘটনায় মেট্রো কর্তৃপক্ষ বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মেয়র ফিরহাদ হাকিম।

বন্ধ করুন