১০০ দিনের কাজের টাকা পাঠানো কেন্দ্রীয় সরকার বন্ধ রেখেছে বলে লাগাতার অভিযোগ করছে তৃণমূল। এই অভিযোগে পথেও নেমেছে তারা। শনিবার তার জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাজ্যের ৮০ লক্ষ জব কার্ডের সঙ্গে আধার লিংক হয়নি। সেই কার্ডগুলি কি ভুয়ো? মুখ্যমন্ত্রী দিল্লিতে ১০০ দিনের কাজের যে বকেয়ার হিসাব পাঠিয়েছেন তার মধ্যে যে এই ৮০ লক্ষ জব কার্ডের হিসাব নেই সেটা কী ভাবে জানা যাবে?
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘১৭ লক্ষ পরিবার জব কার্ডে টাকা পাচ্ছেন না বলে বলেছেন। আমি ওনার কাছে প্রশ্ন করতে চাই, কেন আপনার সরকার ৮০ লক্ষ জব কার্ড আধারের সঙ্গে লিংক করেনি? এরা কি ভুয়া? বাইরের রাজ্যে থাকে? অপ্রাপ্তবয়স্ক? একাধিক অ্যাকাউন্ট খুলে টাকা লুঠ করছিল? আপনাদের বকেয়ার গল্পের জবাব মন্ত্রী শীতকালীন অধিবেশনে সংসদ দিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকারের ২৭০০ কোটি টাকা বকেয়া রয়েছে। আমরা জব কার্ডের ভেরিফিকেশ শেষ হলেই প্রকৃত জব কার্ডে হোল্ডারদের আমরা টাকা দিয়ে দেব।’
তাঁর প্রশ্ন, ‘১০ বছর ধরে কয়েক হাজার কোটি টাকা ভুয়ো জব কার্ড থেকে তুলেছেন সেই টাকা কোথায় গেছে? আপনি যে ৬০০০ কোটি টাকা দাবি করেছেন, তার মধ্যে ভুয়ো জব কার্ডের জন্য টাকা চেয়ে পাঠাননি তার গ্যারান্টি কে দেবে? ভারত সরকারকে পশ্চিমবঙ্গ বিজেপি কোনও দিন ১০০ দিনের কাজের টাকা বন্ধ করতে বলেনি। কিন্তু ভুয়ো জব কার্ডে টাকা দেওয়া যাবে না’।