বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > MNREGA: হিসাব না দিলে ১০০ দিনের কাজের টাকা নয়, আরও একবার রাজ্যকে জানিয়ে দিল কেন্দ্র

MNREGA: হিসাব না দিলে ১০০ দিনের কাজের টাকা নয়, আরও একবার রাজ্যকে জানিয়ে দিল কেন্দ্র

তৃণমূল সাংসদ সৌগত রায়

রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, কেন্দ্রের কাছ থেকে টাকা নেবেন চেয়ে চেয়ে, হিসাব দেবে না। মামা বাড়ির আবদার না কি? আর টাকা দিলেও মানুষের কোনও উপকার হবে না। ওই টাকায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের তিন তলা বাড়ি ৫ তলা হবে।

রাজ্যের ১০০ দিনের কাজের টাকার দাবি আরও একবার ফিরিয়ে দিল কেন্দ্র। চিঠি দিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী জানালেন, কেন্দ্রের শর্ত পূরণ না করায় ১০০ দিনের কাজ আইন অনুসারে পশ্চিমবঙ্গের বকেয়া মেটানো স্থগিত রেখেছে কেন্দ্র। শনিবার এই চিঠি দেখিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় দাবি করেন, তাহলে তো সর্বাত্মক আন্দোলনে যাওয়া ছাড়া আর কোনও পথ বাকি রইল না।

এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধিকা নিরঞ্জন জ্যোতির চিঠি সংবাদমাধ্যমকে দেখান সৌগত রায়। সেখানে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, MNREGA আইন অনুসারে কেন্দ্রের শর্ত পূরণ না করায় পশ্চিমবঙ্গের টাকা বকেয়া রাখা হয়েছে। এর পর তো আর কোনও কথা থাকতে পারে না। আমাদের সর্বাত্মক আন্দোলনে নামতে হবে। মানুষের টাকা এভাবে আটকে রাখা যায় না।

পালটা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, কেন্দ্রের কাছ থেকে টাকা নেবেন চেয়ে চেয়ে, হিসাব দেবে না। মামা বাড়ির আবদার না কি? আর টাকা দিলেও মানুষের কোনও উপকার হবে না। ওই টাকায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের তিন তলা বাড়ি ৫ তলা হবে। তাতে আরও কয়েকটা এসি বসবে। সাধারণ করদাতার পরিশ্রমের টাকা কেন্দ্রীয় সরকার এভাবে নয়ছয় হতে দিতে পারে না। রাজ্য সরকার হয় হিসাব দিক, নইলে যারা এই দুর্নীতিতে যুক্ত তাদের আইনানুগ শাস্তি দিক।

গত কয়েক দিনে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, কেন্দ্রীয় সরকার ২০২৪ সালের আগে রাজ্যকে কোনও টাকা দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। তবে নিজের দাবির সমর্থনে এখনো কোনও নথি পেশ করতে পারেননি মুখ্যমন্ত্রী। বিজেপির পালটা দাবি, চোরেদের বাঁচাতে আজেবাজে কথা বলে মানুষকে খেপানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। কিন্তু মানুষ অত বোকা না।

 

বন্ধ করুন