১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে দায়ের শুভেন্দু অধিকারীর মামলার শুনানিতে কেন্দ্র ও রাজ্যের হলফনামা চাইল হাইকোর্ট। সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলাকে রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত বলে মন্তব্য করেন রাজ্যের আইনজীবী। হলফনামা দেওয়ার জন্য ২ সপ্তাহ সময় চেয়েছেন তিনি।
১০০ দিনের কাজে ভুয়ো জবকার্ড তৈরি করে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করে মামল দায়ের করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন আদালতে শুভেন্দুবাবুর আইনজীবী দাবি করেন, ১০০ দিনের কাজের নামে রাজ্যজুড়ে কোটি কোটি টাকা লুঠ করেছে তৃণমূল নেতারা। সেই টাকা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন তাঁরা। দুর্নীতিতে যুক্ত পঞ্চায়েত দফতরের আধিকারিকদের একাংশও। ভুয়ো জব কার্ড বানিয়ে টাকা তোলা হয়েছে। যাদের নামে টাকা জমা পড়েছে তাদের অনেকেই মৃত। অনেকের অস্তিত্বও পাওয়া যায়নি। অনেক জায়গায় কাজ না করিয়েই টাকা তোলা হয়েছে।
অতিরিক্ত সলিসিটর জেনারেল বলেন, ‘যে অভিযোগ উঠেছে তা সংবিধান বিরোধী। কেন্দ্রের টাকা তছরূপ হয়েছে বলে অভিযোগ জমা পড়েছে।’ পালটা রাজ্যের আইন জীবী বলেন, ‘এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত। যিনি অভিযোগ করেছেন তিনি বিরোধী দলনেতা। রাজনৈতিকভাবে শাসকদলকে বিপাকে ফেলতে এই অভিযোগ করেছেন তিনি।’
সওয়াল জবাব শুনে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এই মামলায় নিজেদের বক্তব্য জানিয়ে রাজ্য ও কেন্দ্রকে হলফনামা দেওয়ার নির্দেশ দেন। হলফনামা দিতে ২ সপ্তাহ সময় চান রাজ্যের আইনজীবী। মামলার পরবর্তী শুনানি ২০ ডিসেম্বর।