মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের মধ্যেই রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীকে ফোন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী। ফোনে ১০০ দিনের কাজের বকেয়া মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিং। এছাড়া গ্রামোন্নয়নের বিভিন্ন দিক নিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের সঙ্গে কথা হয়েছে তাঁর। এর জেরে ১০০ দিনের কাজের টাকা নিয়ে যে জটিলতা চলছে তা অচিরেই মিটে যাবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।
খরচের হিসাব না দেওয়ায় রাজ্যকে ১০০ দিনের কাজের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। যার জেরে ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়ে মমতা সরকার। গ্রামাঞ্চলে ১০০ দিনের কাজ প্রায় বন্ধ হয়ে যায়। কেন্দ্রের তরফে স্পষ্ট করে দেওয়া হয়, হিসাব না মেটালে দেওয়া হবে না টাকা। টাকা চেয়ে কেন্দ্রের কাছে বারবার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাতে কাজ হয়নি। পালটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্রের টাকার ধার ধারেন না মমতা বন্দ্যোপাধ্যায়।
এরই মধ্যে ৩ দিনের দিল্লি সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে G20-র প্রস্তুতি বৈঠকে যোগ দিয়েছেন তিনি। তার পরই বুধবার ফোন এল দিল্লি থেকে। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং জানিয়েছেন, দ্রুত রাজ্যের বকেয়া মিটিয়ে দেবে কেন্দ্র।