বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Molestation in OT: অ্যাপোলোয় OT-তে শ্লীলতাহানির অভিযোগ, ৭ দিন পরও কেন নিশ্চুপ পুলিশ, প্রশ্ন মহিলার

Molestation in OT: অ্যাপোলোয় OT-তে শ্লীলতাহানির অভিযোগ, ৭ দিন পরও কেন নিশ্চুপ পুলিশ, প্রশ্ন মহিলার

কাদাপাড়ায় অ্যাপোলো হাসপাতাল

বেনিয়াপুকুরের বাসিন্দা ওই মহিলা গলস্টোন অপারেশনের জন্য ইএম বাইপাসের ধারে কাদাপাড়ায় অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। তাঁর অভিযোগ, অপারেশন চলাকালীন শ্লীলতাহানী করা হয়।

অপারেশন থিয়েটারের মধ্যে এক মহিলাকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল অ্যাপোলো হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে। ঘটনার পর ওই মহিলা পুলিশে অভিযোগ জানান। অভিযোগ জানানোর পর এক সপ্তাহ কেটে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি বলে দাবি করেছেন মহিলা। তাঁর অভিযোগ, হাসপাতালের বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও ইতিমধ্যেই ডাক্তারি পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারিণী। কিন্তু সেই রিপোর্টেও গরমিল রয়েছে বলে দাবি করেছেন ওই মহিলা।

বেনিয়াপুকুরের বাসিন্দা ওই মহিলা গলব্লাডার স্টোন অপারেশনের জন্য ইএম বাইপাসের ধারে কাদাপাড়ায় অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর অভিযোগ, অপারেশন চলাকালীন তিনি যখন অচেতন অবস্থায় ছিলেন, সেই সময় তাঁর যৌনাঙ্গে হাত দেওয়া হয়েছিল। তিনি হিন্দুস্থান টাইমস বাংলাকে বলেন, 'অপারেশন চলাকালীন আমার হালকা জ্ঞান ফিরে আসে। বুঝতে পারি, আমার বুকে কেউ জোরে আঘাত করে। আরও বুঝতে পারি, কেউ আমার যৌনাঙ্গে হাত দিচ্ছে। আমার জ্ঞান ফিরে আসছে বুঝতে পেরেই তারা ছেড়ে দেয়।' মহিলা জানিয়েছেন, অপারেশনের পরে দেখেন যে তাঁর শরীরে একাধিক কালসিটে দাগ রয়েছে। এমনকী বুকে একটি ছিদ্র করা হয়েছিল বলে তিনি দাবি করেছেন। তাঁর কথায়, 'গলব্লাডার স্টোন অপারেশনের জন্য কেন বুকে ফুটো করা হবে?'

 

<p>পুলিশকে পাঠানো ইমেলের অংশবিশেষ।</p>

পুলিশকে পাঠানো ইমেলের অংশবিশেষ।

গত ৫ জানুয়ারি এই ঘটনা হয়। মহিলা ৭ জানুয়ারি ফুলবাগান থানায় অভিযোগ জানান। পুলিশের পক্ষ থেকে তাঁকে ডাক্তারি পরীক্ষা জন্য আসতে বলা হয়। হিন্দুস্থান টাইমস বাংলাকে তিনি বলেন, 'ডাক্তারি পরীক্ষার পর চিকিৎসক আমায় বলেন কিছুক্ষণের মধ্যে আমায় রিপোর্ট দিয়ে দেওয়া হবে। কিন্তু পরে তদন্তদাকারী অফিসার এসে জানান যে সোমবার সকালে এসে রিপোর্ট নিতে হবে।' সেই রিপোর্টে জানানো হয়, অপারেশন আগে থেকে তাঁর শরীরে ওই আঘাতগুলি ছিল।

তাঁর প্রশ্ন, চিকিৎসক দিনেরদিন রিপোর্ট দেওয়ার কথা বললেও তদন্তকারী অফিসার কেন দিতে চাইলেন না? তিনি আরও বলেন, অপারেশনের আগে থেকেই যদি শরীরে আঘাত থাকলে অপারেশনের সময় চিকিৎকরা কেন তা জানালেন না? গ্ললব্লাডার স্টোন অপারেশনের জন্য বুকের কাছেই বা কেন ফুটো করা হল?

প্রসঙ্গক্রমে তিনি জানান, বিষয়টি নিয়ে হাসপাতালে অভিযোগ করা হলে অ্যাপোলোর পক্ষ থেকে তাঁকে কাছে এসে ক্ষমা প্রার্থণা করা হয়। কিন্তু তারপর আর হাসপাতালের পক্ষ থেকে কোনও যোগাযোগ করা হয়নি। তাঁর প্রশ্ন যদি অপারেশন কক্ষে কিছু না ঘটে থাকে, তবে কেন তাঁর কাছে এসে ক্ষমা চাওয়া হল? পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের কেন চিহ্নিত করছে না?

হিন্দুস্তান টাইমস বাংলার পক্ষ থেকে অ্যাপেলো হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।

পুরো ঘটনাটি মহিলা ইমেল করে সিপি এবং জয়েন্ট সিপিকে জানিয়েছেন। কিন্তু তাঁদের দিকে থেকেও মহিলার সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি বলে দাবি করেছেন মহিলা। তাঁর অভিযোগ, 'পুলিশের সঙ্গে যোগসাজশে ঘটনাটি ধামাচাপা দেওয়ার করছে অ্যাপালো হাসপাতাল।'

কলকাতা পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার প্রিয়ব্রত রায় জানিয়েছেন, তদন্ত চলছে। কেউ আইনে ঊর্ধ্বে নয়। সাক্ষ্যপ্রমাণে কোনও কারসাজি করা যাবে না।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বাংলার মুখ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিক রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল রবিতে বৃষ্টি হবে, সোমে ভারী বর্ষণ শুরু, মঙ্গল থেকে আরও বাড়বে, কোথায় সতর্কতা? মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল ৭ অগস্ট স্বপ্ন ভেঙেছিল, ১ মাস পরে সেই ‘ডিসকোয়ালিফিকেশন’-র কারণে সোনা পেল ভারত! ২ মিনিটে ২ ঐতিহাসিক পদক ভারতের! ২০০ মিটারে সিমরান, জ্যাভেলিনে নভদীপ, মোট কত হল? 'পাপের ঘড়া উলটোয়, ২০ বছর সময় লাগল, সে লাগুক…',অরিন্দমকে নিয়ে বিস্ফোরক স্বস্তিকা UGC-NET কত নম্বর পেতে পারেন? মিলল আভাস, কীভাবে অ্যানসার কি চ্যালেঞ্জ করবেন? ইংল্যান্ডের ৩২৫ রানের জবাবে লড়ছে শ্রীলঙ্কা! ৯৩/৫ থেকে দ্বিতীয় দিনের শেষে ২১১/৫… 'বিয়ের পর থেকে পাইনি …' ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাঞ্চনের বিষয়ে কী বললেন শ্রীময়ী? শুধু একটা শব্দ ‘‌আসি’‌, নাড়িয়ে দিল লালবাজারকে, মহিলার প্রাণ বাঁচাল পুলিশ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.