শুক্রবার বিকেলে অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে টাকার পাহাড় উদ্ধারের পর থেকেই বার বার উঠে আসছে পার্থ চট্টোপাধ্যায়ের নাম। মোনালিসা দাস নামে সেই মহিলা কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলার শিক্ষিকা। অভিযোগ, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে শান্তিনিকেতনে তিনি অন্তত ১০টি ফ্ল্যাটের মালিক। অভিযোগ অস্বীকার করে এদিন মোনালিসাদেবী বলেন, ‘পার্থবাবু সঙ্গে আমার সম্পর্ক অভিভাবকের মতো।’
কানাঘুষোর মধ্যেই শনিবার দিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে মোনালিসা দাসের নাম করেন দলের সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘একজন মহিলার সঙ্গে সম্পর্ক পাওয়া গিয়েছে যার নামে তিনটে ফ্ল্যাট ২১ কোটি টাকা পাওয়া গিয়েছে। আরেকজন মহিলার সঙ্গে সম্পর্ক পাওয়া গিয়েছে মোনালিসা নাম, তিনি একটা বিশ্ববিদ্যালয়ে পড়ান। শান্তিনিকেতনে থাকেন। তাঁর নামে ১০টা ফ্ল্যাট আছে। তার বাংলাদেশের কানেকশন আছে। তার প্রোফাইল থেকে বাংলাদেশে যাওয়া আসার অনেক তথ্য। বিভিন্ন নেতার সঙ্গে ছবি এবং তার ব্যাগে বঙ্গবন্ধুর ছবি ইত্যাদি পাওয়া গিয়েছে।’
এর জবাবে মোনালিসাদেবী সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি নিজে জানি, আমি খুব সততার জায়গাতেই রয়েছি। বাকি যে কথাগুলো উঠছে সেগুলো নিতান্তই অমূলক। কে বলছেন, কেন বলছেন সেগুলো তো আমি কিছু বলতে পারব না।’
এর পর মোনালিসা বলেন, ‘উনি শিক্ষামন্ত্রী। আমি একজন শিক্ষক। শিক্ষার কাজে কখনও কিছু যোগাযোগ হতেই পারে। তার থেকে বেশি কিছু নয়। তিনি আমার গুরুজন। তিনি অভিভাবক। তিনি অনেক মান্য ব্যক্তি। আমার মতো একজন সাধারণ মানুষের সঙ্গে তাঁর শুধু শিক্ষক ও অভিভাবকের সম্পর্ক’। তবে শান্তিনিকেতনে তিনি সত্যিই ১০টি ফ্ল্যাটের মালিক কি না। বা এই বিপুল সম্পত্তি তিনি করলেন কী করে তা নিয়ে মুখ খোলেননি মোনালিসা।