নির্ধারিত সময়েই উত্তরপূর্ব ভারতে প্রবেশ করল মৌসুমী বায়ু। বৃহস্পতিবার মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা মিজোরাম নাগাল্যান্ড ও মণিপুরের একাংশে প্রবেশ করেছে বলে জানিয়েছে মৌসম ভবন। ওদিকে মৌসুমী বায়ু এগিয়ে আসায় উত্তর ও দক্ষিণবঙ্গে বেড়েছে বৃষ্টি।
সাধারণ ২ জুন উত্তরপূর্ব ভারতে প্রবেশ করে বর্ষা। নির্ধারিত দিনেই সেখানে প্রবেশ করেছে মৌসুমীবায়ু। এর ফরে উত্তরপূর্ব ভারতে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে। বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গ ও সিকিমে। পূর্বাভাস অনুসারে চলতি সপ্তাহের শেষে উত্তরবঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা।
এদিন রাজ্যের প্রায় সমস্ত জেলায় প্রাকবর্ষার বৃষ্টি হয়েছে। সমুদ্র থেকে প্রবেশ করা জলীয় বাস্প থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। পাহাড়েও বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বর্ষণের খবর পাওয়া গিয়েছে।
পূর্বাভাস অনুসারে আগামী ২ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। বিশেষ করে পাহাড় ও তরাই ডুয়ার্সে বাড়বে বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে। তবে কলকাতা লাগোয়া জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সাধারণত ৮ জুন কলকাতায় প্রবেশ করে বর্ষা। আবহাওয়াবিদদের অনুমান, নির্ধারিত দিনে বা তার আগেই দক্ষিণবঙ্গে প্রবেশ করবে মৌসুমী বায়ু।