সল্টলেক, নিউটাউন, সেক্টর ফাইভে প্রচুর মানুষ আসেন কর্মসূত্রে। অফিসে আসা ও অফিস থেকে ফের ফিরে যাওয়া, তার একটা অন্যতম মাধ্য়ম হল বাস। কিন্তু যত মানুষ সল্টলেক, নিউটাউনে আসছেন সেই অনুপাতে এতদিন বাস বাড়েনি। তবে এবার আশার খবর। এবার সল্টলেক, নিউ টাউন থেকে বাসের সংখ্য়া বৃদ্ধি পাবে বলে খবর।
নিউ টাউনের সঙ্গে উত্তর ও দক্ষিণ কলকাতার যোগাযোগ উন্নত করার জন্য পরিবহণ রুটে সব মিলিয়ে আপাতত নতুন ১২টি রুটে বাস চালু করছে। আশা করা যাচ্ছে আগামী মার্চ মাস থেকেই এই নতুন রুটগুলিতে বাস নামবে।
আপাতত সাতটি বাসের রুট চিহ্নিত করা হয়েছে। সেই বাসের রুটগুলি হল, ইকো স্পেস থেকে বেলগাছিয়া, ইকো স্পেস থেকে কলকাতা স্টেশন, ইকো স্পেস থেকে কুঁদঘাট, সল্টলেক( বৈশাখী) থেকে হাওড়া, সল্টলেক থেকে মধ্য়মগ্রাম। এখানেই শেষ নয়, সল্টলেক ও নিউ টাউন থেকে যে সমস্ত বাসগুলি ছাড়ে সেগুলির ট্রিপের সংখ্য়া যাতে বৃদ্ধি করা যায় সেটাও দেখা হবে।
এই নয়া উদ্যোগের জেরে প্রচুর অফিসযাত্রীর সুবিধা হবে। সল্টলেক সেক্টর ফাইভ কার্যত এখন অফিস পাড়া। আইটি সেক্টরে কাজ করেন এমন বহু যুবক যুবতী রোজ আসেন এই সেক্টর ফাইভে। তাঁদের জন্য এবার অত্যন্ত খুশির খবর। কারণ তাঁরা বার বারই অভিযোগ করতেন অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও বাস মেলে না। আর বাস পাওয়া গেলেও তাতে প্রচন্ড ভিড়। তবে এবার কিছুটা হলেও আশার কথা। অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হচ্ছে সল্টলেক, নিউ টাউন থেকে। সেক্ষেত্রে যাঁদের সল্টলেক থেকে কলকাতার অন্য় প্রান্তে ফিরতে হয় তাঁদের অনেকটাই সুবিধা হবে।
তবে আর একটা বড় সমস্যা হল রাত একটু বাড়লেই ওই রুটগুলিতে বাস সেভাবে পাওয়া যায় না। তবে এবার কিছুটা হলেও আশার আলো। অফিস যাত্রীদের অনেকেরই দাবি, অনেক রাত পর্যন্ত আইটি সেক্টরে কাজ হয়। সেক্ষেত্রে রাত পর্যন্ত বাস চললে অনেকেরই সুবিধা হবে।
এদিকে মাস দুয়েক আগে প্রশাসনিক বৈঠক করেছিলেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানে তিনি বাস রাস্তায় যথেষ্ট না থাকা নিয়ে প্রশ্ন করেছিলেন। এমনকী রাস্তায় বেরিয়ে মন্ত্রী, আধিকারিকরা খোঁজ নেন কি না সেই প্রশ্নও তুলেছিলেন। এরপরই নড়েচড়ে বসে পরিবহণ দফতর। মন্ত্রী একাধিকবার রাস্তায় নেমে যাত্রীদের সঙ্গে কথা বলেন। আর তার ফলও মিলেছে হাতে নাতে।